shono
Advertisement
Sohini Sarkar

সল্টলেকে কালীপুজোর উদ্বোধনে সোহিনী সরকার, 'উৎসবে ফিরে' ট্রোলড অভিনেত্রী

রোষানলে পড়তে হল সোহিনীকে।
Published By: Sandipta BhanjaPosted: 08:38 PM Oct 30, 2024Updated: 08:38 PM Oct 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকা মানেই বরাবর লাইম লাইটে। তাঁদের গতিবিধিতে সর্বক্ষণ নজর থাকে দর্শক-অনুরাগীদের। পান থেকে চুন খসলেই ট্রোলিংয়ের ট্রেন্ড একেবারে জলভাতের মতোই হয়ে দাঁড়িয়েছে! এবার সল্টলেকে কালীপুজোর (Kali Puja 2024) উদ্বোধনে গিয়েও কটাক্ষের শিকার হতে হল সোহিনী সরকারকে।

Advertisement

এবার বিয়ের পর প্রথম পুজো হলেও একেবারে ছিমছাম ভাবেই কাটিয়েছেন সোহিনী সরকার(Sohini Sarkar)। বিজ্ঞাপনী ভিডিও ছাড়া কোনওরকম আড়ম্বরমূলক কিছু পোস্ট দেখা যায়নি তাঁর সোশাল মিডিয়ায়। তবে এবার কালীপুজোর উদ্বোধনে সোহিনীর ভিডিও দেখেই রে রে করে উঠল নেটপাড়ার একাংশ। সল্টলেকে একটি কালীপুজো মণ্ডপের উদ্বোধনে গিয়েছিলেন অভিনেত্রী। হাসিমুখে সকলকে অভিবাদন জানিয়ে মণ্ডপে প্রবেশ করেন। সোহিনীকেও বিশেষভাবে স্বাগত জানানো হয় সেখানে। ফিতে কেটে পুজোর উদ্বোধন করার পর অনুরাগীদের আবদার মেনে সেলফি তোলেন। এবং মাকালীর পায়ে পুজোর ফুলও অর্পণ করে প্রার্থনা করতেও দেখা যায় তাঁকে। সেই মুহূর্তের ভিডিও নেটপাড়ায় ভাইরাল হতেই ট্রোলের শিকার হতে হল তাঁকে। কারও প্রশ্ন, 'আপনার না অশৌচ চলছিল?' কারও মন্তব্য, 'আপনার থেকে এটা একেবারেই প্রত্যাশা করিনি।' এহেন বিবিধ কটুক্তি দেখা গেল কমেন্ট বক্সে।

জুলাই মাসেই শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিয়ে করেছেন সোহিনী সরকার। তবে বিয়ের মাস ঘুরতে না ঘুরতেই আর জি কর কাণ্ডে প্রথমসারিতে দাঁড়িয়ে সরব হয়েছেন অভিনেত্রী। ধর্মতলার ধর্নামঞ্চে একসঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে বিনিদ্র রজনী জেগেছিলেন টলিউডের তারকাদম্পতি। তিলোত্তমার বিচার চেয়ে বারবার পথে নেমেছেন সোহিনী। তাই এবার মনখারাপের উৎসবে সেভাবে শামিল হতে দেখা যায়নি তাঁদের। দশমীর দিন শুধু রীতি মেনে সিঁদুর খেলেছিলেন। এবার কালীপুজোর উদ্বোধনে দেখা গেল সোহিনী সরকারকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কালীপুজোর উদ্বোধনে সোহিনীর ভিডিও দেখেই রে রে করে উঠল নেটপাড়ার একাংশ।
  • ফিতে কেটে পুজোর উদ্বোধন করার পর অনুরাগীদের আবদার মেনে সেলফি তোলেন।
  • কারও প্রশ্ন, 'আপনার না অশৌচ চলছিল?'
Advertisement