shono
Advertisement
Sonu Sood- Punjab Flood

ফের মানুষের পাশে, পাঞ্জাবে বন্যাদুর্গতদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অভিনেতা সোনু সুদ

কোভিডের সময়েও একইভাবে তৎপর হয়েছিলেন অভিনেতা।
Published By: Arani BhattacharyaPosted: 05:32 PM Sep 07, 2025Updated: 05:32 PM Sep 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয়ের পাশাপাশি তিনি বারবার বুঝিয়ে দিয়েছেন যে, একজন শিল্পী সমাজের প্রতি নানাভাবে দায়বদ্ধ। আর তা আরও একবার প্রমাণ করে দিলেন অভিনেতা সোনু সুদ। এবার পাঞ্জাবের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালেন তিনি। পাঞ্জাবের বন্যায় বিপর্যস্ত গ্রামগুলিতে ইতিমধ্যেই ত্রাণ পৌঁছেছেন সোনু।

Advertisement

পর্দায় শুধু নয়, নিজের কাজের মাধ্যমে হয়ে উঠেছেন বাস্তবের নায়ক। পাঞ্জাবে ত্রাণ পৌঁছাতে গিয়ে অমৃতসরের বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন সোনু। এক্ষেত্রে যা সবথেকে বেশি চোখে পড়ে ও তাঁর অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করে তা হল প্রচারবিমুখ হয়ে বারবার সাহায্যের হাত সাধারণ মানুষের দিকে বাড়িয়ে দেওয়া। এবারেও তার ব্যতিক্রম হল না। সঙ্গে নেই কোনও ক্যামেরা, নেই কোনও নিরাপত্তারক্ষী। একেবারে সাদামাটা আর পাঁচটা মানুষের মতো সোনু শুধু মানুষ হয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়ালেন। যা আসলেই একজন তারকার দায়িত্ব। ঠিক কোথায় কোথায় গেলেন ত্রাণ পৌঁছাতে সোনু?

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে সোনু এ প্রসঙ্গে জানিয়েছেন, তিনি সুলতানপুর, লোধি, ফিরোজপুর, আজনালা এই জায়গাগুলিতে ত্রাণ পৌঁছে দিচ্ছেন সোনু। তিনি আরও বলেছেন, "প্রাকৃতিক অবস্থা এখানে খুবই খারাপ। আমি নিজে সমস্ত জায়গাগুলিতে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে চাইছি। বহু মানুষের জীবন বিপন্ন। জীবিকা হারিয়ে, বাসস্থান হারিয়ে মানুষের চোখে এখন শুধুই শূন্যতা, প্রশাসনের সাহায্য যেমন এক্ষেত্রে দরকার তেমনই দরকার আরও পাঁচটা মানুষের সাহায্যের হাত। এটা একটা অনেক বড় দায়িত্ব। পাঞ্জাবকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে অনেকটা পথ পেরোতে হবে। আমি বন্যাদুর্গতদের পাশে আছি। তাঁরা এই বিপর্যয়ে একা নন।" এর আগে করোনাকালীন সময়ে যখন দেশের বিভিন্ন প্রান্তে নানা সমস্যার শিকার হয়েছেন একাধিক মানুষ তখনও সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে নজির গড়েছিলেন সোনু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পর্দায় শুধু নয়, নিজের কাজের মাধ্যমে হয়ে উঠেছেন বাস্তবের নায়ক। পাঞ্জাবে ত্রাণ পৌঁছাতে গিয়ে অমৃতসরের বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন সোনু।
  • এক্ষেত্রে যা সবথেকে বেশি চোখে পড়ে ও তাঁর অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করে তা হল প্রচারবিমুখ হয়ে বারবার সাহায্যের হাত সাধারণ মানুষের দিকে বাড়িয়ে দেওয়া।
  • এবারেও তার ব্যতিক্রম হল না। সঙ্গে নেই কোনও ক্যামেরা, নেই কোনও নিরাপত্তারক্ষী। একেবারে সাদামাটা আর পাঁচটা মানুষের মতো সোনু শুধু মানুষ হয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়ালেন।
Advertisement