shono
Advertisement
kaushik ganguly

বিতর্কের জের, বদলে গেল পরিচালক কৌশিকের 'অযোগ্য' ছবির গানের বানান

কী হল নতুন বানান?
Published By: Akash MisraPosted: 07:53 PM May 14, 2024Updated: 08:18 PM May 14, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার মুক্তি পেয়েছে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি 'অযোগ্য'র প্রথম গান। ইতিমধ্যেই এই গান পছন্দ করেছেন অনুরাগীরা। সোশাল মিডিয়াতেও এই গান এখন চর্চায়। তবে নেটপাড়ার একাংশ এই গান নিয়ে বিতর্কও তুলেছেন। বলা ভালো গানের কথায় ভুল বানান নিয়েই বিতর্ক তুলেছেন নেটপাড়ার একাংশ মানুষ। নেটিজেনদের কথায়, ‘অযোগ্য’ ছবির ‘জানি তুই আমার হোবি না’ গানটায় ‘হোবি’ বানানটা ভুল। বানানটা হওয়া উচিত ছিল ‘হবি’!

Advertisement

বিতর্কের জেরে সোশাল মিডিয়ায় মুখও খুলেছিলেন পরিচালক কৌশিক। তিনি লিখেছিলেন, ''রণজয় চেয়েছিলো গানের নামটা পর্নমোচী দিন হোক, আমি জেদ ধরে নাম রাখলাম “ তুই আমার হোবি না”। রণজয় সহমত না হয়েও মেনে নিয়েছিলো আমার ভরসায়। ‘হবি না’-র বানান করা হোলো উচ্চরণ অনুযায়ী, আর hobby-র বাংলা বানান ‘হবি’ থেকে আলাদা করার জন্য। যেমন ভালবাসা বানান ভালোবাসাও হয়, তেমনি। না-পাওয়া ভালোবাসার এই গানের সহজ নাম তাই হোলো, তুই আমার হোবি না” ! শুনুন ও শোনান।''

[আরও পড়ুন: সলমনের বাড়িতে হামলা: গ্রেপ্তার আরও ১, কত টাকা পেয়েছিল শুটাররা? ]

তবে কৌশিকের এই কথাতেও থামে না বিতর্ক। নেটপাড়ার একাংশ কিন্তু কৌশিকের কোনও মন্তব্যই শুনতে রাজি নয়। তাঁদের কাছে বানানটা ভুলই। তবে অবশেষে, বানানে ঘটল বদল। 'হোবি' হয়ে গেল 'হ'বি'।

সংবাদমাধ্য়মে কৌশিক গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ''যাঁরা মন্তব্য করেছেন তাঁরা অধিকংশই পরিচিত। অন্যান্যরাও আছেন। দায়িত্ব নিয়ে বলছি, কেউ কটাক্ষ করেননি। নিজেদের মতামত জানিয়েছে। সেই সঙ্গে গানও শুনছেন।'' তবে হাজার মতামত থাকলেও, সোশাল মিডিয়ার চর্চার কারণেই বদলে গেল বানান। প্রকাশ্যে এল নতুন বানানের গানের লাইন। ‘জানি তুই আমার হ'বি না’ ।

[আরও পড়ুন: ‘বহুরূপী’র শুটিং শেষ, কীভাবে সেলিব্রেট করলেন ঋতাভরী-আবিররা? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তবে নেটপাড়ার একাংশ এই গান নিয়ে বিতর্কও তুলেছেন।
  • সোমবার মুক্তি পেয়েছে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি 'অযোগ্য'র প্রথম গান।
Advertisement