shono
Advertisement
Srijit Mukherji

সৃজিতের ফেসবুক হ্যাক করতে চায় হরিনাভির হ্যাকার! বাড়িতে আসার 'আমন্ত্রণ' পরিচালকের

কী লেখেন সৃজিত?
Published By: Arani BhattacharyaPosted: 05:29 PM Aug 10, 2025Updated: 05:29 PM Aug 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে প্রেমের ফাঁদ পাতা ভুবনে। কিন্তু প্রযুক্তির যুগে তা খানিক অন্যভাবে বললে বলা যায় হ্যাকারদের ফাঁদ পাতা ভুবনে। আর সেই ফাঁদে কে যে কখন পড়বে তাঁর ঠিক নেই। এবার সেই জটিলতাতেই পড়েছেন টলিউডের খ্যাতনামা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তিনি সোশাল মিডিয়াতে কমবেশি অ্যাক্টিভ থাকেন। সৃজিতের নানা ছবির আপডেট সেই পেজে প্রতি মুহূর্তে তুলে ধরেন পরিচালক। কিন্তু এবার সেই ফেসবুক পেজই হ্যাক করার চেষ্টা চলছে। যা ইতিমধ্যেই ধরে ফেলেছেন সৃজিত। রবিবার সেই নিয়েই বরাবরের মতোই সরস ভঙ্গিমাতেই হ্যাকারের উদ্দেশ্যে একটি পোস্ট করেন পরিচালক। কী লেখেন সৃজিত?

Advertisement

সৃজিত তাঁর ওই পোস্টে লেখেন, 'তুমি যেই হও না কেন হরিনাভি থেকে বৃথা চেষ্টা করছ আমার ফেসবুক প্রোফাইল হ্যাক করার। আমি বেশি দূরে থাকি না। খুব কাছাকাছিই থাকি। এক কাজ কর তুমি আমার বাড়িতে এস এসে আমার ল্যাপটপ থেকে আমার ফেসবুক প্রোফাইল খুলে দেখো।' সৃজিতের এই মজাদার পোস্ট দেখে রীতিমতো হেসে খুন নেটিজেনরা। কেউ কেউ আবার সৃজিতকে জিজ্ঞেস করেছেন তিনি টু ফ্যাক্টর অথিন্টিকেশন করিয়েছেন কিনা। কেউ কেউ আবার মজার ইমোজি দিয়েছেন।

তবে এই সমস্যার মাঝে এই মুহূর্তে চর্চিত যে বিষয় তা হল সৃজিত-সুস্মিতার 'বন্ধুত্ব'। ইদানিং ছবির প্রিমিয়ার হোক বা কোনও অনুষ্ঠান একসঙ্গে দেখা মেলে দু'জনের। এই জল্পনার সূত্রপাত হয়েছিল পুরীতে 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির শুটিংয়ে তোলা সেলফিকে ঘিরে। যা দেখা মাত্রই খবর ছড়িয়ে পড়ে যে তাঁরা দু'জন নাকি প্রেম করছেন। যদিও নিজেদের ভালো বন্ধু হিসাবেই পরিচয় দিয়েছেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সৃজিতের নানা ছবির আপডেট সেই পেজে প্রতি মুহূর্তে তুলে ধরেন পরিচালক।
  • কিন্তু এবার সেই ফেসবুক পেজই হ্যাক করার চেষ্টা চলছে। যা ইতিমধ্যেই ধরে ফেলেছেন সৃজিত।
  • রবিবার সেই নিয়েই বরাবরের মতোই সরস ভঙ্গিমাতেই হ্যাকারের উদ্দেশ্যে একটি পোস্ট করেন পরিচালক।
Advertisement