সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষণার পর থেকেই শাহরুখ খানের ‘কিং’ সিনেমা নিয়ে উন্মাদনার পারদ চড়চড়িয়ে বাড়ছে। ছবির প্রি-টিজারে মুগ্ধ নেটিজেনরা। রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল সেই ছোট্ট ভিডিও। শুটিং অনেকটাই হয়ে গিয়েছে ছবির। মাঝে ছোট্ট ব্রেক নিয়েছিলেন বাদশা। কিন্তু শনিবার থেকে ফের সেটে ফিরছে 'কিং'!
এক বিনোদন ওয়েবসাইটের সূত্রের দাবি, স্টাইলিশ ও চোখধাঁধানো অ্যাকশন দৃশ্যগুলি এবার শুট করা হবে। তবে বিদেশ নয়, মুম্বইয়ের গোরেগাঁও অঞ্চলে ফিল্ম সিটিতে তোলা হবে দৃশ্যগুলি। পরিচালক সিদ্ধার্থ আনন্দ ও আন্তর্জাতিক স্টান্ট পরিচালকরা রীতিমতো মাথা ঘামিয়ে সেট পিসগুলির পরিকল্পনা করেছেন বলে শোনা যাচ্ছে। দুরন্ত অ্যাকশন ব্লকের পাশাপাশি একদম ক্লোজ অ্যাকশন এবং নাটকীয় কিছু সংঘাতের দৃশ্যকে ক্যামেরাবন্দি করা হবে। টেকনিক্যাল টিমও দিনরাত এক করে কাজ করছে। লক্ষ্য, এই সব কঠিন দৃশ্যের শুটিং যেন নির্বিঘ্নে এবং অনায়াসে করে ফেলা যায়। শাহরুখ নিজেও গত কয়েকদিন ধরেই প্রস্তুত হয়েছেন। তিনি নিজেও এই দৃশ্যগুলির শুট করতে বিরাট আগ্রহী, তেমনটাই জানা গিয়েছে।
এছাড়াও আলোচনায় রয়েছেন সুহানা খান। তাঁর সঙ্গে শাহরুখের বেশ কিছু দৃ্শ্য এই ক'দিনে শুট হবে। যার মধ্যে রয়েছে অ্যাকশন দৃশ্যও। বলিউড মাধ্যম সূত্রে খবর, দিন রাত ঘাম ঝরিয়ে বাবা শাহরুখের কাছ থেকে অ্যাকশনের মারপ্যাঁচ শিখছেন সুহানা খান। অতঃপর পর্দায় যে পিতা-পুত্রীকে মারকাটারি অ্যাকশন অবতারে দেখা যাবে, তেমন আভাসও পাওয়া গিয়েছে।
একেই অ্যকশন থ্রিলার সিনেমা। দ্বিতীয়ত পর্দায় শাহরুখ-সুহানাকে প্রথমবার দেখার সৌভাগ্য। উপরন্তু অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, আরশাদ ওয়ারসি, অনিল কাপুরের মতো তাবড় তারকাদের উপস্থিতি। সঙ্গে উপরি পাওনা হিসেবে দেখা যাবে দীপিকার সঙ্গে বাদশার মাখোমাখো রোম্যান্স, সেটা যে দর্শক-অনুরাগীদের জন্য দারুণ চমক হতে চলেছে, তা বলাই বাহুল্য। অনুরাগীরা বরাবরই বলেন, ‘দীপিকা মানেই শাহরুখের ছবি ব্লকবাস্টার’। এবারও কি সেই ‘লাকি চার্ম’ কৌশলী খাটিয়েই বক্স অফিসে সুনামি আনতে চলেছেন শাহরুখ? অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।
