shono
Advertisement
SRK on Manoj Kumar

'আপনি চিরকাল আমার কাছে ভারত কুমার', মামলা-মোকদ্দমার তিক্ত স্মৃতি সরিয়ে মনোজ শরণে শাহরুখ

মনোজের মৃত্যুর পর কি অতীত নিয়ে অনুতপ্ত কিং খান?
Published By: Sandipta BhanjaPosted: 09:51 AM Apr 05, 2025Updated: 09:51 AM Apr 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতীতে, শাহরুখ খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন মনোজ কুমার। সেই আইনি লড়াইয়ে জড়িয়েছিল পরিচালক ফারহা খানের নামও। তবে শুক্রবার প্রবীণ অভিনেতার মৃত্যুর খবর পেয়েই তাঁর বাসভবনে ভাই সজিদ খানকে নিয়ে ছুটে গিয়েছিলেন ফারহা। তবে আইপিএল-এর মরশুম এবং 'কিং'-এর শুটিং নিয়ে ব্যস্ত থাকা শাহরুখকে সেখানে দেখা যায়নি। যেখানে বলিউডের সিংহভাগ তারকা শোকজ্ঞাপন করেছেন। এমনকী ভারত কুমারের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন খোদ নরেন্দ্র মোদি এবং রাজনৈতিক মহলের অনেকেই, সেখানে বাদশার তরফে কোনও বার্তা না আসায় প্রথমটায় কানাঘুষো কম হয়নি। নেটপাড়ার নজর ছিল কিংয়ের সোশাল মিডিয়া অ্যাকাউন্টের দিকেও। তবে শেষমেশ মনোজ কুমারের প্রয়াণে এক্স হ্যান্ডেলে শোকবার্তা জ্ঞাপন করলেন শাহরুখ।

Advertisement

বলিউড সুপারস্টার লিখেছেন, 'মনোজ কুমার জি এমন সব ছবি তৈরি করেছেন, যা আমাদের দেশকে, ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করেছে। এবং ভীষণ আন্তরিকতার সাথে সিনেমার মাধ্যমে একতার বার্তা দিয়েছেন। সর্বতভাবেই তিনি একজন প্রকৃত কিংবদন্তি। তাঁর সিনেমাগুলি বলিউডে এক নতুন অধ্যায় তৈরি করেছিল। সেই প্রভাব আজও বহাল তবিয়তে রয়েছে। অসংখ্য ধন্যবাদ স্যর। আপনি চিরকাল আমাদের কাছে 'ভারত' হয়েই থাকবেন।' শাহরুখের শোকবার্তায় আপাতত নেটপাড়ায় চর্চার শিরোনামে।

হিন্দি সিনেদুনিয়ায় বলিউডের বাদশার দাপট যতই হোক, একবার মনোজ কুমারের রোষানলে পড়তে হয়েছিল খোদ শাহরুখ খানকেও। মাত্র পয়ত্রিশটি সিনেমা করেই যিনি বলিউডে নিজস্ব ট্রেন্ড-স্টাইল সেট করেছিলেন, সেই মনোজই অতীতে শাহরুখ খানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার জেরে প্রবীণ অভিনেতার কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন বলিউডের বাদশা। ঠিক কী ঘটে?

২০০৭ সালের ঘটনা। তারকাখচিত ‘ওম শান্তি ওম’ সিনেমা নিয়ে তোলপাড় বলিউড । দর্শকরাও টিজার-ট্রেলার, গানে শাহরুখ-দীপিকার রোম্যান্স দেখে গদগদ! কিন্তু একটি দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েন মনোজ কুমার। ফারহা খান পরিচালিত ‘ওম শান্তি ওম’ ছবির এক দৃশ্যে দেখা যায় মনোজ কুমার স্টাইলে হাতে মুখ ঢেকে সিনেমার প্রিমিয়ারে ঢুকছেন ‘ওম’ শাহরুখ। ইন্ডাস্ট্রির অনুজের থেকে এমন ‘ব্যঙ্গ’ আশা করেননি প্রবীণ অভিনেতা। খুবই দুঃখ পেয়ে নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করেন। ফারহা খানকে ওই দৃশ্য ছেঁটে ফেলার কথা জানান মনোজ। বর্ষীয়ান অভিনেতার কথা ফেলতে পারেননি পরিচালক। তাই ভারতে প্রিমিয়ারের ব্যাঙ্গাত্মক দৃশ্য ছাড়াই ‘ওম শান্তি ওম’ রিলিজ করল। তবে মনোমালিন্য এখানেই শেষ হয়নি! এর দিন কয়েক বাদেই এক দুপুরে শাহরুখ ফোন করলেন মনোজ কুমারকে। বাদশার ফোন পেয়েই অপরপ্রান্ত থেকে প্রবীণ অভিনেতা দৃঢ় কণ্ঠ বলেন, “ঠিক আছে বাবা, এ আর এমন কী ঘটনা?” শাহরুখও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষমা চেয়ে নিয়ে বলেছিলেন, “আমি সত্যিই ভুল করে ফেলেছিলাম। ওঁর যদি খারাপ লেগে থাকে, আমি ক্ষমা চাইছি। মানুষ তো প্যারোডি করে। আমার আরও সতর্ক থাকা উচিত ছিল। উচিত ছিল, মনোজ স্যরকে আগে থেকে ফোন করে এই দৃশ্যটির কথা জানিয়ে দেওয়া।” এরপরই আসল গণ্ডগোল!

ভারতের ছয় বছর বাদে ২০১৩ সালে যখন জাপানে ‘ওম শান্তি ওম’ রিলিজ করল, তখন আর মনোজ কুমার স্টাইলে ওমের প্রিমিয়ারে প্রবেশ করার দৃশ্য ছাঁটা হয়নি। ফলত, কোনও কাঁচি ছাড়াই ওই দৃশ্য রয়ে গিয়েছিল ছবিতে। এইবার মারাত্মক চটলেন মনোজ কুমার। এবার আর মুখে কোনও কথা নয়, একেবারে আইনি পদক্ষেপ করলেন। ব্যঙ্গ করার অভিযোগ তুলে ১০০ কোটি টাকার মামলা দায়ের করেন শাহরুখ এবং এরোজ ইন্টারন্যাশনাল প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। প্রবীণ অভিনেতার আইনজীবী এপ্রসঙ্গে জানিয়েছিলেন, “ছয় বছর আগে মনোজ কুমারের কাছে ক্ষমা চেয়েও একই ভুলের পুনরাবৃত্তি করলেন শাহরুখ। তাই অভিনেতা এবার আর ছেড়ে কথা বলবেন না!” অবশেষে দীর্ঘ আইনি লড়াইয়ের পর, শাহরুখ-ফারহার তরফে প্রতিক্রিয়া বা ক্ষমা চাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে না দেখে সেই মামলা প্রত্যাহার করে নেন মনোজ কুমার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শাহরুখ খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন মনোজ কুমার।
  • মনোজ কুমারের প্রয়াণে এক্স হ্যান্ডেলে শোকবার্তা জ্ঞাপন করলেন শাহরুখ।
  • বলিউড সুপারস্টার লিখেছেন, 'মনোজ কুমার জি এমন সব ছবি তৈরি করেছেন, যা আমাদের দেশকে, ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করেছে।'
Advertisement