সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু পুরাণ নিয়ে ছবি তৈরি করেছেন। তা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেই রাজামৌলি আদতে নাস্তিক। হনুমানজিকে নিয়ে তাঁর মন্তব্যে দানা বেঁধেছে বিতর্কে। অবিলম্বে দক্ষিণী পরিচালককে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন নেটিজেনরা।
বিতর্কের সূত্রপাত রাজামৌলির আসন্ন ছবি 'বারাণসী'র ট্রেলার মুক্তি নিয়ে। এই ছবিতে রয়েছেন মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া এবং পৃথ্বীরাজ সুকুমারন-সহ অনেকেই। মহেশ বাবুকে দেখা যাবে রুদ্র রূপে। পর্দায় কুম্ভের ভূমিকায় দেখা যাবে পৃথ্বীরাজকে। আর প্রিয়াঙ্কা চোপড়া মন্দাকিনী। গত শনিবার হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটির ওই অনুষ্ঠানে বিদ্যুৎ সংযোগের সমস্যায় ট্রেলার মুক্তিতে সাময়িক জটিলতা তৈরি হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজামৌলি বলেন, "আমার ভগবানের প্রতি তেমন বিশ্বাস নেই। আমার বাবা বলতেন হনুমানজি আমাদের রক্ষা করেন। প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ার পর আমার হনুমানজির কাছে জিজ্ঞাস্য তিনি আমাকে কীভাবে রক্ষা করবেন?" রাজামৌলির দাবি, "বাবার মতো স্ত্রী-ও হনুমানজিকে বিশ্বাস করেন। ও তো আবার হনুমানজিকে বন্ধু মনে করে। তাঁর সঙ্গে কথা বলে। এসব দেখলে আমার রাগ হয়।"
পরিচালকের এই মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হতে বিশেষ সময় নেয়নি। আর তা নিয়ে সোশাল মিডিয়ায় উঠেছে বিতর্কের ঝড়। কেউ কেউ বলছেন, এভাবে রাজামৌলি হিন্দুধর্মকে অপমান করেছেন। তাঁর অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত।
আবার কারও কারও মতে, রাজামৌলি ঈশ্বরে বিশ্বাসী না-ই হতে পারেন। তা বলে কারও বিশ্বাস নিয়ে তিনি প্রশ্ন তুলতে পারেন না।
