shono
Advertisement

Breaking News

Subhashree Ganguly

একদশক পর দেবের সঙ্গে ছবি, দর্শকদের উন্মাদনার পারদ কতটা? পরীক্ষা নেবেন শুভশ্রী!

'ধূমকেতু' সুপারহিট করানোর দায়িত্ব দর্শকদেরই দিলেন অভিনেত্রী।
Published By: Sandipta BhanjaPosted: 05:19 PM Jun 04, 2025Updated: 05:45 PM Jun 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও পর্যন্ত দেব-শুভশ্রী জুটির শেষ ছবি 'ধূমকেতু'। নয় বছর আগে মুক্তি পাওয়ার কথা ছিল যে ছবির, অবশেষে আইনি জটিলতা কাটিয়ে প্রেক্ষাগৃহের আলো দেখতে চলেছে সেই সিনেমা। মাঝে দীর্ঘ সময় পেরলেও কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই সিনেমা নিয়ে সিনেপ্রেমীদের উন্মাদনায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি! তাই তো, সম্প্রতি রিলিজের দিনক্ষণ ১৪ আগস্ট ঘোষণা হতেই উত্তেজনায় ফুটছেন বাংলার সিনেদর্শকরা। 'ধূমকেতু' নিয়ে উন্মাদনার পারদ কতটা চড়ল? দর্শক-অনুরাগীদের নাড়িস্পন্দন মেপে দেখতে ইচ্ছুক শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)।

Advertisement

অতীতে 'অপুর সংসার' টক শোয়ে সঞ্চালক শ্বাশ্বত চট্টোপাধ্যায়ের 'গুগলি'র মুখে পড়ে শুভশ্রী প্রশ্ন তুলেছিলেন ছবির মুক্তি নিয়ে। তবে অবশেষে জটিলতা কাটিয়ে যখন সেই ছবি প্রেক্ষাগৃহের আলো দেখতে চলেছে, তখন 'ধূমকেতু'র মুক্তি ঘিরে একসময়কার 'সুপারস্টার জুটি'র অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে! স্বাভাবিকভাবেই একাংশের কৌতূহল শুভশ্রীর প্রতিক্রিয়া নিয়ে। সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী জানিয়েছিলেন, "দর্শক ভীষণ এক্সাইটেড, আর ওঁদের জন্যই আমি খুশি। সত্যি কথা বলতে কী, ছবিটা খুবই ভালো। কিন্তু আমি তো এখন অনেকটাই আপগ্রেডেড ভার্সন। আমার অভিনয় দেখে মানুষের কতটা ভালো লাগবে, সেটা নিয়ে নিশ্চিত নই।" তবে এবার 'ধূমকেতু' সুপারহিট করানোর দায়িত্ব দর্শকদের উপরই সঁপলেন অভিনেত্রী।

'গৃহপ্রবেশ'-এর প্রচারে দেবের সঙ্গে আসন্ন সিনেমার রিলিজ নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন অভিনেত্রী। প্রশ্নের উত্তরে শুভশ্রী বলেন, "এইমুহূর্তে আমি শুধু এটুকুই বলব যে, এত বছরের উন্মাদনা। সকলে মুখিয়ে ছিলেন 'ধূমকেতু' কবে আসবে বলে। অবশেষে সেই ছবি আসছে ১৪ আগস্ট। এবং এখন আমি সত্যিই দেখতে চাই যে, দর্শকদের এই উন্মাদনা কতটা বড় আকার ধারণ করতে পারে। এই ছবিটাকে দর্শকরা কত বড় করতে পারে, সেটা আমি দেখতে চাই। আমাদের যা করার আমরা করেছি। সিনেমা রিলিজের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছি। 'ধূমকেতু' রিলিজ করছে কি করছে না, সেই উত্তর আমরা দিয়ে দিয়েছি। এবার দর্শকদের পরীক্ষা এবং তাঁদের সেই পরীক্ষায় পাশ করতে হবে।" তাহলে ‘ধূমকেতু’র প্রিমিয়ারে কি দেব-শুভশ্রীকে (Dev-Subhashree Ganguly) আবার একসঙ্গে পাওয়া যাবে? সেই উত্তর সময়ের গর্ভেই লুকিয়ে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'ধূমকেতু' নিয়ে উন্মাদনার পারদ কতটা চড়ল? দর্শক-অনুরাগীদের নাড়িস্পন্দন মেপে দেখতে ইচ্ছুক শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
  • 'গৃহপ্রবেশ'-এর প্রচারে দেবের সঙ্গে আসন্ন সিনেমার রিলিজ নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন অভিনেত্রী।
  • এবার দর্শকদের পরীক্ষা এবং তাঁদের সেই পরীক্ষায় পাশ করতে হবে: শুভশ্রী।
Advertisement