সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাশুড়ি, স্বামী, দুই সন্তানকে নিয়ে ভরা সংসার। লাইট, ক্যামেরা, অ্যাকশনের ব্যস্ততার মাঝেও ছেলেমেয়েকে সময় দিতে ভোলেন না অভিনেত্রী। মাতৃত্বের সেরা মুহূর্তগুলি সোশাল মিডিয়াতেও ভাগ করে নেন তিনি। তবে এবার ছেলে ইউভানের সাফল্যের মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করলেন শুভশ্রী। সন্তানের সাফল্য সবসময়ই মায়েদের গর্বিত করে। সেক্ষেত্রে আর পাঁচজনের মতো শুভশ্রীও সমান আনন্দিত। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে রাজপুত্র কী করল? চলুন খোলসা করা যাক।
সঙ্গে লিখলেন, "আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে।" আর তার সঙ্গে তিনটি লাল রংয়ের হৃদয়ের ইমোজিও জুড়লেন গর্বিত মা।
আসলে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের ছাত্র ইউভান। ওই স্কুলেরই অনুষ্ঠানে যোগ দিয়েছিল সে। মন মাতাল দর্শকদের।
কয়েকদিন আগেই স্কুলের খেলায় ‘চ্যাম্পিয়ন’ হয়েছিল ইউভান। পুরস্কার হিসেবে পেয়েছিল মেডেল। ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত রাজ। সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে লেখেন, ‘সন্তান, সন্তান, সন্তান।’ ছোটবেলার স্পোর্টস ডে-র আনন্দই আলাদা। সেই আনন্দ যেমন যুবান উপভোগ করেছে, তেমনই রাজ-শুভশ্রী। ছেলের বিশেষ দিনে স্কুলেও গিয়েছিলেন তারকা দম্পতি।
অবশ্য জন্মের পর থেকেই রাজ-শুভশ্রীর পুত্র ইউভান দারুণ হিট নেটপাড়ায়। কখনও বাবা রাজ চক্রবর্তীর কাঁধে চেপে খুনসুটি, তো কখনও গানের তালে নেচে ওঠা। ইউভানের ভিডিও শেয়ার হলেই তা ভাইরাল হয়ে যায়। এবারও তার অন্যথা হল না।
