সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবাসরীয় সকাল থেকেই নেটভুবনে ভাইরাল সুধা চন্দ্রনের একটি ভিডিও। যেখানে পুজোর আসরে ভজন শুনতে শুনতে প্রবীণ অভিনেত্রী তথা নৃত্যশিল্পীকে কখনও নাচতে দেখা গিয়েছে, আবার কখনও বা আঁচড়-কামড় বসাতে দেখা গিয়েছে! আর সেই ভাইরাল ভিডিও ঘিরেই বর্তমানে কটাক্ষের ঝড়। প্রশ্ন উঠেছে, সুধা চন্দ্রন কি আদতে হিস্টিরিয়ায় আক্রান্ত নাকি আধ্যাত্মিকতার দোহাই দিয়ে এহেন অস্বাভাবিক আচরণ করছেন? নেটপাড়ার একাংশ আবার সবটাই 'ভুয়ো' বলে দাবি করেছে। বিতর্কের পারদ চড়তেই এবার মাঠে নামলেন খোদ সুধা।
এক বলিউড মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রবীণ অভিনেত্রী তথা নৃত্যশিল্পী জানান, "আমি এখানে কাউকে সাফাই দিতে আসিনি। জীবন সম্পর্কে আমার নিজস্ব ধারণা রয়েছে, এবং আমি সেটার সম্মান করি। যারা ট্রোল করছেন, তারা নিজের জীবনে ভালো থাকুন। সেসমস্ত মানুষদের সঙ্গে আমার কোনও লেনদেন নেই। তবে লক্ষ লক্ষ মানুষ যারা এর সঙ্গে সংযোগস্থাপন করতে পেরেছেন, তাদের কী হবে? আমার জন্য তারাই গুরুত্বপূর্ণ।" সুধার সংযোজন, "কারও প্রশ্ন বা ট্রোলের মুখে জবাবদিহি করতে আমি বাধ্য নই। আমি একজন স্বাবলম্বী নারী। এবং ঈশ্বরের আশীর্বাদে সেই মর্যাদা নিয়েই জীবনযাপন করব। লোকে কী বলবে? সেটা নিয়ে আমি কোনওদিন মাথা ঘামাইনি। আমার দুর্ঘটনার পরেও তো লোকেরা বলেছিল যে, আমি বোকামি করছি। কিন্তু সেটাই যখন সাফল্যের গল্পে পরিণত হয়েছে, লোকে তখন শুধু সেটাই মনে রেখেছে।"
নেটপাড়ায় ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, ভজন চলাকালীন হঠাৎই নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছেন সুধা। তাঁকে ঘিরে রয়েছেন বহু মানুষ। তাঁরা সুধাকে সামলানোর চেষ্টা করলেও কোনও লাভ হচ্ছে না। কখনও কাউকে হাতে কামড়ে দিচ্ছেন তিনি, তো কখনও বা আবার কেঁদে, লাফিয়ে লুটিয়ে পড়ছেন তিনি। পরনে লাল সাদা শাড়ি। মাথায় বাঁধা লাল রঙের ঈশ্বরের নামাঙ্কিত শিরোবস্ত্র (ফেট্টি)। ভাইরাল এই ভিডিও দেখে নানা মতামত নিয়ে দ্বিধাবিভক্ত নেটপাড়া। কেউ কেউ প্রশ্ন তুলছেন ঠিক কী হয়েছে সুধার? কেউ আবার বলছেন ‘ভজন শুনতে শুনতে ভক্তির সাগরে ভেসে গিয়েছেন সুধা। তাই এরকম হচ্ছে তাঁর।’ আবার কোনও কোনও নেটিজেন বলেছেন, ‘এসব কোনও ভাবাবেগ নয়। উনি অসুস্থ। এটা হিস্টিরিয়া রোগের লক্ষণ। চিকিৎসা প্রয়োজন।' এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন সুধা চন্দ্রন।
