সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'সখী, ভালোবাসা কারে কয়! সে কি কেবলই যাতনাময়...', হাড়ে হাড়ে টের পাচ্ছেন জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekhar) জন্য থানা-পুলিশ, আদালত অবধি করতে হয়েছে অভিনেত্রীকে। প্রেমের টানে কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় বিতর্কে জড়িয়ে বলিউডের শক্ত পায়ের তলার মাটিও খোয়াতে বসেছেন জ্যাকলিন! তবুও ওই গানের কথা ধার করে নিয়েই সুকেশ-জ্যাকলিনের জন্য বলতে হয়, 'প্রেম যে কাঁঠালের আঠা লাগলে ছাড়ে না।' এবারের প্রেমদিবসে সুকেশ চন্দ্রশেখর যা করলেন, তাতে তাজ্জব হতে হয়! জেলে বসেই জ্যাকলিনের জন্য আস্ত একটা প্রাইভেট জেট উপহার পাঠিয়েছেন তিনি। সঙ্গে তাঁর 'বেবি গার্ল'-এর জন্য রোম্যান্টিক চিঠি।

বছর খানেক ধরে জেলে থাকলেও জ্যাকলিন ফার্নান্ডেজের প্রতি তাঁর প্রেমে কোনও ভাঁটা পড়েনি। সেখান থেকেই প্রেয়সীর জন্য় কখনও বহুমূল্য উপহার আবার কখনও বা প্রেমমাখা চিঠিপত্র পাঠিয়েছেন। এবারে ভ্যালেন্টাইনস ডে-তেও (Valentine’s Day 2025) তার অন্যথা হয়নি। প্রেমপত্রের পাশাপাশি বিলাসবহুল উড়োজাহাজ পাঠিয়েছেন তিনি অভিনেত্রীর জন্য। প্রতিবারের মতো এবারেও জ্যাকলিনকে 'বেবি গার্ল' বলে সম্বোধন করেই দু পাতার চিঠি লিখেছেন সুকেশ চন্দ্রশেখর। সেখানে লেখা- তোমাকে প্রেম দিবসের শুভেচ্ছা। "এই বছরটা খুব ভালোভাবে শুরু হয়েছে। আমাদের দু জনের জীবনেই ভালো কিছু ঘটতে চলেছে। এখনও একসঙ্গে পথ হাঁটা বাকি। আর কিছু দিন, তার পরেই সারাজীবন প্রতিবছর আমরা একসঙ্গে প্রেম দিবস কাটাব। তাই এই প্রেম দিবসটা আমাদের দুজনের জন্যই খুব বিশেষ। জ্যাকি, আমি তোমাকে সত্যিই খুব ভালবাসি। পাগলের মতো ভালবাসি। তুমিই সেরা ভ্যালেন্টাইন।" উপহার দেওয়া সেই উড়োজাহাজের নামকরণও তিনি প্রেয়সীর নামের আদ্যক্ষরেই করেছেন। যার নাম- 'জে এফ'।
জেল থেকে বসেই কীভাবে এহেন বহুমূল্য উপহার দিতে পারেন কেউ? সেই প্রশ্নে যখন নেটপাড়ায় তুমুল শোরগোল, সুকেশ নিজেই তাঁর চিঠিতে সবিস্তার খোলসা করে দিয়েছেন। লিখেছেন, "এবার থেকে এই উড়োজাহাজে করে ঘুরবে। তোমার যাতায়াতে খুব সুবিধা হবে। কেউ তোমাকে প্রশ্নও করবে না। কারণ, আমি এই বছরের আয়কর ফেরত দেওয়ার নথিতে এই উড়োজাহাজের কথাও উল্লেখ করেছি।" প্রেমপত্রে সুকেশ চন্দ্রশেখরের সংযোজন, "তুমি কি জানো, প্রেম দিবস আমাদের জন্য কতটা স্পেশাল? এমনই একটা দিনে আমরা পরস্পরকে হ্যাঁ বলেছিলাম। পরস্পরকে ক্ষমা করেছিলাম। তাই প্রেমদিবস উপলক্ষে তোমার জন্য বিশেষ উপহার রইল একটি গাল্ফস্ট্রিম উড়োজাহাজ। যেখানে তোমার নামের আদ্যক্ষর খোদাই করা রয়েছে।" সুকেশের এহেন পোস্ট থেকেই জল্পনার শুরু হয়েছে- তাহলে কি খুব শিগগিরিই তাঁর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ?