shono
Advertisement

Breaking News

Paresh Rawal Akshay Kumar

পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটির মামলা দায়ের অক্ষয় কুমারের, 'হেরা ফেরি' জুটিতে ভাঙন!

'হেরা ফেরি ৩' ছবির শুটিং টলমল হতেই মুখ খুললেন সুনীল শেট্টি।
Published By: Sandipta BhanjaPosted: 08:01 PM May 21, 2025Updated: 08:01 PM May 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'বাবুভাইয়া'র সঙ্গে 'রাজু'র জোর তরজা! পর্দায় কিংবা সিনেমার চিত্রনাট্যে নয়। বাস্তবেই অক্ষয় কুমারের সঙ্গে পরেশ রাওয়ালের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবনতি ঘটেছে। বিগত কয়েকদিনের খবর অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। পরিস্থিতি নাকি এমন পর্যায়ে পৌঁছেছে যে, পরেশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা দায়ের করেছে খিলাড়ির প্রযোজনা সংস্থা 'কেপ অফ গুড ফিল্মস'। তার পর থেকে সিনেপ্রেমীদের মনে একটাই কৌতূহল- 'হেরা ফেরি' ফ্র্যাঞ্চাইজির ছবি কি তাহলে আটকে গেল? জল্পনা তুঙ্গে উঠতেই এবার মধ্যস্থতা করতে মাঠে নামলেন 'শাম' সুনীল শেট্টি।

Advertisement

ঝামেলার সূত্রপাত, পরেশ রাওয়ালের এক মন্তব্য নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রবীণ অভিনেতা জানান, 'হেরা ফেরি ৩' ছবিতে তাঁকে আর দেখা যাবে না। মতবিরোধ নয়, ব্যক্তিগত কারণেই নাকি তিনি এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন। সাক্ষাৎকারের সেই অংশ নেটপাড়ায় শোরগোল ফেলতেই ধূমকেতুর মতো বলিপাড়ায় একটি খবর চাউর হয়ে গেল। অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা নাকি পরেশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা দায়ের করেছে। ইতিমধ্যেই আইনি নোটিস গিয়েছে প্রবীণ অভিনেতার কাছে। কেন এই মামলা? বলিউড মাধ্যম সূত্রে খবর, পরেশ রাওয়ালের বিরুদ্ধে চুক্তি ভেঙে ছবি থেকে বেরিয়ে যাওয়া এবং অপেশাদারিত্বের মতো একাধিক অভিযোগ তুলেছে অক্ষয়ের সংস্থা। জানা যায়, ১১ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে দিন কয়েক শুটিং করলেও তার পর ছবি থেকে সরে দাঁড়িয়েছেন পরেশ রাওয়াল। এতে আখেড়ে প্রযোজনা সংস্থার ক্ষতি। আর সেই প্রেক্ষিতেই প্রযোজনা সংস্থার আইনজীবীর মত, জানুয়ারি মাসে পরেশ রাওয়ার নিজে জানিয়েছেন যে তিনি এই ছবির অংশ। মার্চে অগ্রীম পারিশ্রমিকও নিয়েছেন। 'হেরা ফেরি ৩' ছবির জন্য 'কেপ অফ গুড ফিল্মস' যেসমস্ত প্রচারমূলক ভিডিও শুট করেছে সেখানেও রয়েছেন পরেশ রাওয়াল। এত কিছু সত্ত্বেও কীভাবে ছবি থেকে সরে দাঁড়াতে পারেন তিনি? নৈতিক বোধ নিয়ে প্রশ্ন তুলে প্রবীণ অভিনেতার বিরুদ্ধে আদালতের দ্বরস্থ হয়েছে অক্ষয় কুমারের সংস্থা।

বলিউড মাধ্যম সূত্রে খবর, আগামী এক সপ্তাহের মধ্যে পরেশ রাওয়ালকে ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে অক্ষয়ের 'কেপ অফ গুড ফিল্মস'কে। এদিকে বাবুভাইয়া আর রাজুর ঝগড়া আইনি জটিলতায় পৌঁছতেই মাঠে সুনীল শেট্টি। 'শাম' বলছেন, 'হেরা ফেরি ৩' ছবিটা না হলেও চাইব ওঁদের মধ্যেকার তিক্ততা শেষ হোক। আমি চাই না এই জুটিটা ভেঙে যাক। আমাদের ইন্ডাস্ট্রি প্রতিনিয়ত কোনও না কোনও সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা সবসময় নিজেদের প্রমাণ করার জন্য লড়ে যাচ্ছি। এটা হতে পারে না। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সুনীলের সংযোজন, পরেশ রাওয়ালকে ছাড়া এই ছবি একশো শতাংশ অসম্পূর্ণ। আমি বা অক্ষয় না থাকলেও হয়তো সেটা এক শতাংশ প্রভাব পড়বে। তবে বাবুভাইয়া ছাড়া সম্ভব নয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরেশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা দায়ের করেছে খিলাড়ির প্রযোজনা সংস্থা 'কেপ অফ গুড ফিল্মস'।
  • 'হেরা ফেরি' ফ্র্যাঞ্চাইজির ছবি কি তাহলে আটকে গেল?
  • জল্পনা তুঙ্গে উঠতেই এবার মধ্যস্থতা করতে মাঠে নামলেন 'শাম' সুনীল শেট্টি।
Advertisement