shono
Advertisement

Breaking News

Sunny Deol

'দর্শকরা রাগ মনে রেখেছেন, ভালোবাসা নয়', কেন আক্ষেপ ঝরে পড়ল সানির কথায়?

১০ এপ্রিল বড়পর্দায় মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত 'জাট' ছবিটি।
Published By: Manasi NathPosted: 08:37 PM Apr 13, 2025Updated: 08:37 PM Apr 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ এপ্রিল বড়পর্দায় মুক্তি পেয়েছে সানি দেওল অভিনীত 'জাট' ছবিটি। বলবীর সিংয়ের ভূমিকায় পর্দায় ধামাকাদার এন্ট্রি নিয়েছেন ষাটোর্দ্ধ অভিনেতা। ট্রেলারেই রাগী ইমেজ নিয়ে হুঙ্কার দিয়েছিলেন অভিনেতা। আর ছবি রিলিজের পর দুঁদে দেওলের অ্যাকশন দেখে অনুরাগীরা কার্যত ফিদা। তিনদিনে ছবির বক্স অফিস কালেকশনও মন্দ নয়। যদিও সলমন খানের 'সিকন্দর'-এর থেকে খানিকটা পিছিয়ে রয়েছে এই ছবি তবুও দর্শক মনে ভালোই সাড়া ফেলেছে। 'জাট' ঘিরে দর্শকদের উচ্ছ্বাস দেখে সানির প্রতিক্রিয়া,'দর্শকরা আমার রাগটা মনে রেখেছেন, ভালোবাসাটা নয়।' হঠাৎ কেন এমন অভিযোগ করলেন অভিনেতা? 

Advertisement

সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সানি। নিজের নতুন ছবি নিয়ে কথা বলতে গিয়ে আক্ষেপের সুরে অভিনেতা বলেন, "দর্শকরা বরাবর আমার রাগী ইমেজকেই ভালোবেসেছেন। আমি যখন রোমান্স করেছি তখন দর্শকদের পছন্দ হয়নি।" এর সঙ্গে তিনি যোগ করেন, "সবকিছুরই আলাদা আলাদা অনুভূতি আছে। যখন কিছু দেখে বিরক্তবোধ করি তখন রাগ হওয়াটাই স্বাভাবিক। ছবিতেও বিষয়টা একইরকম।যখন কোনও চরিত্র করতে যাই তখন চরিত্রের প্রয়োজনেই রাগী ইমেজ তৈরি করি। মানুষ সেটাই মনে রেখেছেন। কিন্তু ছবিতে তো আমি শুধু অ্যাকশন করিনা, একই ছবিতে রোমান্সও করি। সেগুলো দর্শক মনে রাখেন না।"

এই প্রসঙ্গে তিনি যোগ করেন, "আমরা অভিনেতা। আমাদের দায়িত্ব পর্দায় অভিনীত চরিত্রকে জীবন্ত করে তোলা। আমরা সততার সঙ্গে সেটাই চেষ্টা করি। কাজ করতে করতে নিজেরাই বুঝতে পারি কোনটা ঠিক আর কোনটা ভুল। কিন্তু তারপরেও যখন কেউ একই কাজ বার বার করতে বলেন তখন সেটা ভালো লাগে না।" সানির এই কথা শুনে নেটিজেনদের ধারনা বারবার একই ধরনের চরিত্রে অভিনয় করতে করতে হয়তো কিছুটা হলেও হাপিয়ে উঠেছেন অভিনেতা। সেই কারণেই হয়তো আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'জাট' ছবিতে বলবীর সিংয়ের ভূমিকায় পর্দায় ধামাকাদার এন্ট্রি নিয়েছেন ষাটোর্দ্ধ অভিনেতা।
  • 'জাট' ঘিরে দর্শকদের উচ্ছ্বাস দেখে সানির প্রতিক্রিয়া,'দর্শকরা আমার রাগটা মনে রেখেছেন, ভালোবাসাটা নয়।' হঠাৎ কেন এমন কথা বললেন অভিনেতা?
  • হঠাৎ কেন এমন কথা বললেন অভিনেতা?
Advertisement