Advertisement
'রাজনীতিতে মাসমাইনে বড্ড কম...' বলেও সংসদে নিত্য ফ্যাশন-চমক কঙ্গনার
সবমিলিয়ে রাজনীতির ময়দানেও ফ্যাশনিস্তা কঙ্গনা রানাউত হিট!
মান্ডির সাংসদ পদপ্রাপ্তির বছর ঘুরতে না ঘুরতে রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করে চর্চার শিরোনামে নাম লিখিয়ে ছিলেন নেত্রী-অভিনেত্রী কঙ্গনা রানাউত। বলেছিলেন, “রাজনীতি একটি দামি শখ। তবে মাসমাইনে বড্ড কম!” কিন্তু সাংসদের পারিশ্রমিক নিয়ে অসন্তুষ্ট হলেও সংসদে নিত্যদিন ফ্যাশন অবতারে চমক দিতে কঙ্গনার জুড়ি মেলা ভার!
কঙ্গনা বরাবরই ফ্যাশন সচেতন। রাজনীতির ইনিংস শুরু করার পর অবশ্য তাঁর সাজপোশাকে শাড়ি কিংবা হিমাচলী পোশাকই প্রাধান্য পেয়েছে।
তবে সাংসদ হওয়ার পর পোশাকের রং নির্বাচনের ক্ষেত্রেও স্বাদ বদলেছে ক্যুইন-এর। কীরকম? বর্তমানে প্যাস্টেল শেডের শাড়িতেই তাঁকে বেশিরভাগ দেখা যাচ্ছে। হালকা গোলাপি, কমলা কিংবা সাদা-ধূসর রঙের শাড়িতে চমক দিচ্ছেন তারকা সাংসদ।
পার্লামেন্টে যাওয়ার সময় সাধারণত সুতি বা হ্যান্ডলুমের শাড়িই কঙ্গনা বেশি পরেন। কখনও বা সিল্কের শাড়িতে মোহময়ী রূপে ধরা দিচ্ছেন মাণ্ডি লোকসভা কেন্দ্রের সাংসদ।
তার সঙ্গে কঙ্গনার ব্লাউজের কাটেও এসেছে বদল। কখনও ফুল স্লিভ ব্লাউজে দেখা যাচ্ছে তো কখনও বা আবার থ্রি কোয়ার্টার ব্লাউজে। সবমিলিয়ে রাজনীতির ময়দানেও ফ্যাশনিস্তা কঙ্গনা রানাউত হিট!
তবে তার সঙ্গে রংবাহারি অ্যাকসেসরিজেও রয়েছে নিত্যনতুন চমক! কখনও গাঢ় রঙের শাড়ির সঙ্গে লম্বা পশমের জ্যাকেট আবার কখনও বা সুতির ম্যাটেরিয়ালের ব্লেজার পরেন শাড়ির সঙ্গে কনট্রাস্ট করে। আর হাতের ব্যাগ?
দাম শুনলে চক্ষু চড়কগাছ হবে! কোনওটা ৩ লাখি কোনওটা বা ৫ লাখি। রকমারি রঙের হাতব্যাগের সঙ্গে কঙ্গনার স্টাইল স্টেটমেন্টকে আরও পোক্ত করেছে ঝকমারি রোদচশমা।
Published By: Sandipta BhanjaPosted: 09:47 PM Jan 15, 2026Updated: 09:47 PM Jan 15, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
