সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও উড়বে 'প্রজাপতি'। তবে এবার দেশে নয়, বিদেশের বুকে উড়ান শুরু করবেন দেব। তেইশ সালের বক্স অফিসে তুমুল সাড়া ফেলে দেওয়ার পর থেকেই সিক্যুয়েলের অপেক্ষায় ছিলেন দর্শক-অনুরাগীরা। এবার সেই ছবির শুটিং শুরু করার জন্যই লন্ডনের উদ্দেশে উড়ে গেলেন টলিউড সুপারস্টার। তবে সিনেমার টিম নিয়ে নয়, এবার বরং তাঁর সফরসঙ্গী মা-বাবা এবং বোন। বৃহস্পতিবার সকালেই সপরিবারে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন টলিউড সুপারস্টার।
সিক্যুয়েলের গল্পের প্রেক্ষাপট লন্ডন। দিন দুয়েক আগেই পরিচালক অভিজিৎ সেন এবং শুভদীপ দাস লন্ডনে পৌঁছে গিয়েছেন। আগেভাগেই জানা গিয়েছিল যে, ৫ জুন থেকে 'প্রজাপতি ২' সিনেমার শুটিং শুরু হবে। কলাকুশলী থেকে অভিনেতারা একে একে পৌঁছচ্ছেন লন্ডনে। আর সেই প্রেক্ষিতেই মা-বাবা আর বোনকে নিয়ে রওনা হয়েছেন দেবও। কাজের অবসরে পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইমও কাটাতে পারবেন। প্রসঙ্গত, 'প্রজাপতি' ছবিতে দেব ভরসা রেখেছিলেন ছোটপর্দার নায়িকা শ্বেতা ভট্টাচার্যের উপর। তাঁর সঙ্গে শ্বেতার রসায়ন মনে ধরেছিল দর্শকের। এবারও টেলিপর্দার মুখেই ভরসা রেখেছেন অভিনেতা-প্রযোজক। টলিউডের অন্দরমহল সূত্রে খবর, 'প্রজাপতি ২'তে অভিনয় করবেন টেলিনায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। যদিও 'লাজুক' অভিনেত্রী সংবাদ প্রতিদিন-কে জানিয়েছিলেন, "এখনই এই বিষয়ে বলতে পারব না।" আর মিঠুন চক্রবর্তীর বিপরীতে থাকছেন মমতা শঙ্কর।
তেইশ সালে দেব-মিঠুনের ‘প্রজাপতি’ ছবিকে ভালোবাসায় ভরিয়েছিলেন দর্শকরা। লক্ষ্মীলাভও ভালোই হয়েছিল। চলতি বছর সরস্বতী পুজোর দিন সিক্যুয়েলের ঘোষণা করেন অতনু রায়চৌধুরী। তখনই জানা গিয়েছিল, চলতি বছরেরই জুন মাসে মিঠুন চক্রবর্তী এবং দেবকে নিয়ে শুটিং হবে। আর ডিসেম্বর মাসে বড়দিনে প্রেক্ষাগৃহে আসবে ‘প্রজাপতি ২’। অতঃপর পুজোয় ‘রঘু ডাকাত’-এর হুঙ্কারের পর যে বড়দিনের বক্স অফিসেও দেবের দৌড়াত্ম্য চলবে, এমনটা আন্দাজ করাই যায়। উপরন্তু মিঠুন ম্যাজিক। দেব-মিঠুনের জুটি ইতিমধ্যেই সুপারহিট। ‘প্রজাপতি’ সিনেমায় বাবা-ছেলের চরিত্রে দুজনের অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। আবার পরিচালক অভিজিৎ সেনও বরাবর সম্পর্কের সূক্ষ্ণ দিকগুলো ক্যামেরায় তুলে ধরেন। এবারও তেমনই গল্পের প্রত্যাশায় দর্শকরা। বিগত বেশ কয়েক বছর ধরেই বড়দিনে পর্দায় ম্যাজিক দেখাচ্ছেন অতনু রায়চৌধুরী-অভিজিৎ সেন ও দেব। চলতি বছরের বড়দিনেও 'প্রজাপতি'র সিক্যুয়েলে যে এই ত্রয়ী কেল্লাফতে করবেন, তেমনটা আশা করাই যায়।
