সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিছিয়ে গেল 'উদয়পুর ফাইলস' ছবির মুক্তি। মুক্তির আগে থেকেই বহু বিতর্কে জড়িয়েছে এই ছবি। ১১ জুলাই এই ছবি মুক্তির কথা ছিল। কিন্তু ঠিক তার আগের দিন দিল্লি হাইকোর্ট ছবি মুক্তির উপর স্থগিতাদেশ জারি করে। বুধবার দিল্লি হাইকোর্টের সিদ্ধান্তই বহাল রাখল শীর্ষ আদালত। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক গঠিত কমিটি এই ছবি নিয়ে পর্যালোচনার পর বিষয়টি কী দাঁড়ায় সেই অপেক্ষায় রয়েছে দেশের শীর্ষ আদালত। কেন্দ্রীয় কমিটির পুনর্বিবেচনা ছাড়া এই ছবি মুক্তি পাবে না বলেই জানানো হয়েছে। এই সম্পর্কিত আবেদনের শুনানি আগামী সোমবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
২০২২ সালে রাজস্থানের উদয়পুরে নির্মমভাবে এক ব্যক্তিকে হত্যা করা হয় যাঁর নাম ছিল কানহাইয়া লাল। তিনি পেশায় ছিলেন একজন দর্জি। তাঁকে হত্যার সেই ঘটনাকে নিয়েই তৈরি এই ছবি। ঠিক কী কারণে হত্যা করা হয়েছিল কানাহাইয়া লালকে? প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মার একটি বিতর্কিত মন্তব্যের পোস্ট শেয়ার করেছিলেন ওই ব্যক্তি। যার ফলে তাঁর উপর আক্রমণ হয়। মাথা কেটে খুন করা হয় কানহাইয়াকে।
কানহাইয়া হত্যার এই ঘটনা এখনও বিচারাধীন। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এখনও সেই মামলা বিচারাধীন। কানাহাইয়া বিচার মামলার নিস্পত্তি না হওয়া পর্যন্ত এই ছবি মুক্তিতে স্থগিতাদেশ জারি করেছিল হাই কোর্ট। এদিন বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ ছবির নির্মাতাদের কেন্দ্রের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বলেছেন।
