shono
Advertisement

জেলে বসেই দেবেন দশম শ্রেণির পরীক্ষা! ‘দশভি’র ট্রেলারে নজর কাড়লেন অভিষেক বচ্চন

নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি।
Posted: 12:55 PM Mar 23, 2022Updated: 07:29 PM Mar 23, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হসেগা ইন্ডিয়া তো পড়েগা ইন্ডিয়া!’ ঠিক একথাটিই বলতে চলেছে অভিষেক বচ্চন অভিনীত নতুন ছবি ‘দশভি’। অষ্টম শ্রেণি পাশ করা এক মুখ্যমন্ত্রীর জেলবন্দি হয়ে দশম শ্রেণি পাশ করার জেদ এবং রাজনীতিকে একসঙ্গে করে তৈরি হয়েছে ছবির গল্প। ছবি পরিচালনা করেছেন তুষার জলোটা। প্রকাশ্যে এল এই ছবির ট্রেলার।

Advertisement

অভিনেতা হিসেবে অভিষেক বচ্চন কিন্তু কারও থেকে কম নন। তবুও বক্স অফিসে খুব একটা জনপ্রিয় হয় না তাঁর ছবি। এই কারণেই অভিষেকের ঝুলিতে ছবির সংখ্যা অনেকটাই কম। সিরিয়াস চরিত্র হোক কিংবা কমেডি সবেতেই অভিষেক পারফেক্ট হয়েও কিছুতেই যেন বলিউডে জমি খুঁজে পাচ্ছেন না। ওয়েব দুনিয়াতেও পা রেখেছিলেন অভিষেক। ‘ব্রেথ’ সিরিজে নেগেটিভ চরিত্রে অভিষেকের অভিনয় প্রশংসিত হয়েছিল। তবুও যেন অভিনয়ের কেরিয়ারে অনেকটাই পিছিয়ে। 

[আরও পড়ুন: ফের আইনের গেরো! সাংবাদিককে মারধরের ঘটনায় সমন পেলেন সলমন খান ]

‘দশভি’ ছবিতে অভিষেকের পাশাপাশি দেখা যাবে অভিনেত্রী নিমরত কৌরকে। এই ছবিতে নিমরত অভিনয় করছেন অভিষেকের স্ত্রীর চরিত্রে। ছবিতে কড়া পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন ইয়ামি গৌতম। ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে এপ্রিল মাসের ৭ তারিখ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Abhishek Bachchan (@bachchan)

[আরও পড়ুন: ছবির আয় কাশ্মীরি পণ্ডিতদের দিন, ‘দ্য কাশ্মীর ফাইলসে’র পরিচালককে খোঁচা IAS অফিসারের ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement