shono
Advertisement

Breaking News

Operation Sindoor

'অপারেশন সিঁদুর' ছবি নিয়ে ভিকি-অক্ষয়ের ঝগড়া তুঙ্গে! মুখ খুললেন টুইঙ্কল

ব্যাঙ্গ করে কী জানালেন টুইঙ্কল খান্না?
Published By: Sandipta BhanjaPosted: 07:51 PM May 19, 2025Updated: 07:51 PM May 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'অপারেশন সিঁদুর' সিনেমা নিয়ে বলিউডের অন্দরে দড়ি টানাটানি! অক্ষয় কুমার এবং ভিকি কৌশলের মধ্যে নাকি জোর ঝামেলা বেঁধেছে, দেশাত্মবোধক সিনেমা তৈরি নিয়ে। এমনটাই দাবি নেটপাড়ার। এবার সেপ্রসঙ্গেই ব্যাঙ্গাত্মক মন্তব্য টুইঙ্কল খান্নার। টুইঙ্কল বরবারই স্পষ্টবাদী। লেখিকা হিসেবে তাঁর রসবোধের জুড়ি মেলাও ভার! এবার নেটপাড়ায় অক্ষয় বনাম ভিকি কৌশলের তরজার গুঞ্জন নিয়ে মুখ খুললেন টুইঙ্কল খান্না।

Advertisement

ভারতীয় নারীদের সিঁথির সিঁদুর মুছে ফেলার বদলা 'অপারেশন সিঁদুর'। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাতের সেই কাহিনি বলিউডের পর্দায় ফুটিয়ে তুলতে যে প্রযোজক-পরিচালকরা মরিয়া, সে খবর দিন আগেই পাওয়া গিয়েছিল নাম রেজিস্ট্রেশনের হিড়িক দেখে। সম্প্রতি দেশে যুদ্ধের আবহে তড়িঘড়ি 'অপারেশন সিঁদুর' সিনেমার পোস্টার প্রকাশ্যে নিয়ে এসে কার্যত 'মুখ পোড়ে' বলিউডের দুই প্রযোজনা সংস্থার। এমন আবহেই চর্চার শিরোনামে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির দুই তারকা- অক্ষয় কুমার এবং ভিকি কৌশল। দেশাত্মবোধক ছবিতে অভিনয়ের জন্য খিলাড়ি ইতিমধ্যেই মনোজ কুমারের যোগ্য উত্তরসূরী হিসেবে নাম লিখিয়েছেন। এদিকে ভিকি কৌশল ইন্ডাস্ট্রির 'অনুজ' হলেও এযাবৎকাল উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক, সর্দার উধম-এর মতো ছবি উপহার দিয়েছেন। তাঁর সাম্প্রতিক 'ছাবা'ও হিন্দুস্তানের বীর সন্তানের গল্প বলে। এবার জল্পনা, দুই অভিনেতার মধ্যে নাকি 'অপারেশন সিঁদুর' সিনেমা নিয়ে দ্বন্দ্ব তুঙ্গে! আদৌ কি তাই? মুখ খুললেন অক্ষয়ের অভিনেত্রী-লেখিকা ঘরণি টুইঙ্কল খান্না।

সম্প্রতি খবর পাওয়া গিয়েছিল, কমপক্ষে পনেরোটি বলিউড প্রযোজনা সংস্থার তরফে 'অপারেশন সিঁদুর' নামটি রেজিস্টার করা হয়েছে। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের সভাপতি বিএন তিওয়ারি খোদ একথা জানিয়েছিলেন ৮ মে। আর তার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই যৌথ উদ্যোগে সিনেমার পোস্টার প্রকাশ্যে নিয়ে এসে নিকি ভিকি ভাগনানি ফিল্মস এবং দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ার বিপাকে পড়ে। ক্ষমা চেয়ে পোস্টার ডিলিট করলেও সমালোচনা থামেনি। একাংশ আবার অক্ষয় কুমার, ভিকি কৌশলকে টেনে দাবি করেছেন, তাঁদের মধ্যে নাকি তুমুল ঝগড়া বেঁধেছে। সেপ্রসঙ্গেই টুইঙ্কল ব্যাঙ্গাত্মকভাবে লিখেছেন, "সোশাল মিডিয়ার যুগে সত্যি-মিথ্যে খুঁজে বের করা খুব কঠিন। আমি যখন জানতে পারি অক্ষয় নাকি এই সিনেমাটির জন্য ভিকির সঙ্গে রীতিমতো ঝগড়া করেছে, তখন এক মুহূর্ত অপেক্ষা না করে আমি ওঁকে ফোন করি। বলি, তুমি নাকি অপারেশন সিঁদুর ছবিটা নিয়ে ভিকি কৌশলের সঙ্গে ঝগড়া বাধিয়েছ? ও কোনওরকমে দম ফেলে আমাকে বলে- 'আরে এসব ভুয়ো খবর। আমার পা পুড়েছে, রাখো। পরে ফোন করছি।' আমি ভাবলাম ফোন রাখার জন্য অন্য কোনও অজুহাতও দিতে পারত।" এর পরই টুইঙ্কলের সংযোজন, "অক্ষয় বাড়ি ফিরতেই দেখলাম, ওর পায়ে সত্যিই একটা দৃশ্যের শুটিং করার সময়ে আগুন লেগেছিল। আসলে এত ভুয়ো তথ্য চারদিকে কোনটা বিশ্বাস করব না করব না, বুঝে পাই না।" অতঃপর 'অপারেশন সিঁদুর' ছবি নিয়ে অক্ষয় বনাম ভিকি কৌশলের দ্বন্দ্ব যে সর্বৈব ভুয়ো খবর, সেটা ব্যাঙ্গাত্মকভাবেই নিজস্ব স্টাইলে জানিয়ে দিলেন লেখিকা টুইঙ্কল খান্না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অপারেশন সিঁদুর' সিনেমা নিয়ে বলিউডের অন্দরে দড়ি টানাটানি!
  • অক্ষয় কুমার এবং ভিকি কৌশলের মধ্যে নাকি জোর ঝামেলা বেঁধেছে, দাবি নেটপাড়ার।
  • অক্ষয় বনাম ভিকি কৌশলের তরজার গুঞ্জন নিয়ে মুখ খুললেন টুইঙ্কল খান্না।
Advertisement