shono
Advertisement
Urvashi Rautela

বিমানবন্দর থেকে ৭০ লাখি গয়নার ব্যাগ চুরি, 'কেঁদেকেটে' কী করলেন উর্বশী রাওতেলা?

কী অভিযোগ মডেল-অভিনেত্রীর?
Published By: Sandipta BhanjaPosted: 06:39 PM Jul 31, 2025Updated: 06:39 PM Jul 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উইম্বলডন ম্যাচ দেখতে সম্প্রতি লন্ডনে গিয়েছিলেন উর্বশী রাওতেলা। সেখান থেকে মডেল-অভিনেত্রীর একগুচ্ছ ছবি ভাইরাল হয়েছিল। 'সেলেব' উর্বশীর 'সেলেব' লাবুবু ব্যাগ নিয়েও কম চর্চা হয়নি। এবার খবর, গ্ল্যামারাস উইম্বলডন ম্যাচ দেখে দেশে ফেরার পথে বহুমূল্য ব্যাগ খুইয়েছেন অভিনেত্রী। উর্বশীর অভিযোগ, সেই ব্যাগে ৭০ লক্ষ টাকার গয়না ছিল। আর সেই ব্যাগ-গয়না খুইয়ে বর্তমানে 'ভাইরাল গার্ল'-এর মনমেজাজ খারাপ।

Advertisement

ঠিক কী ঘটেছে? বলিউড মাধ্যম সূত্রে খবর, লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্ট থেকে চুরি গিয়েছে উর্বশী রাওতেলার হাতব্যাগ। বাকি ব্যাগপত্তরের সঙ্গেই ছিল। কিন্তু লাগেজ নিতে গিয়ে অভিনেত্রীর মাথায় হাত! যে ব্যাগে ৭০ লক্ষ টাকার গয়না ছিল, সেটা উধাও! হাজার খুঁজেও পাননি। শেষমেশ বিমানবন্দর কর্তপক্ষের সঙ্গে যোগাযোগ করেন তিনি। এপ্রসঙ্গে উর্বশী রাওতেলা জানিয়েছেন, এমিরেটস বিমানসংস্থার প্ল্যাটিনাম সদস্য এবং গ্লোবাল শিল্পী হিসেবে উইম্বলডন ম্যাচ দেখতে গিয়েছিলাম। তবে ভগ্নহৃদয়ে জানাতে বাধ্য হচ্ছি যে, আমার ক্রিস্টিয়ান ডি'ওর-এর বহুমূল্য বাদামি রঙের ব্যাগটি হারিয়ে গিয়েছে লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্টের ব্যাগেজ বেল্ট থেকে। ট্যাগ এবং টিকিট থাকা সত্ত্বেও কীভাবে বিমানবন্দর থেকে ব্যাগ চুরি হয়? এটা কিন্তু বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তোলে। বিষয়টি কেবল একটি হারানো ব্যাগের নয়- এটা যাত্রীদের সুরক্ষা-নিরাপত্তার বিষয়।

উর্বশীর দাবি, তিনি এমিরেটস সাপোর্ট এবং গ্যাটউইক বিমানবন্দরের কর্মকর্তাদের কাছেও যোগাযোগ করেছিলেন, কিন্তু কেউ তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেননি। যার ফলে বেজায় ক্ষিপ্ত মডেল-অভিনেত্রী। প্রসঙ্গত, বরাবরই 'ভাইরাল গার্ল' উর্বশী। বিতর্ক, সমালোচনা যেন উর্বশী রাউতেলার সমার্থক। একে-অপরের হাত ধরাধরি করে চলে! মডেল-অভিনেত্রীর কর্মকাণ্ডের জেরে কিছুতেই পিছু ছাড়ে না ট্রোলিং। বেফাঁস মন্তব্য করে চর্চার শিরোনামে থাকাতেও তাঁর জুড়়ি মেলা ভার। মাস দুয়েক আগে কান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েও উদ্ভট সাজপোশাকের জন্য নাক কাটিয়েছিলেন! এবার বিমানবন্দরে দামি ব্যাগ খুইয়ে বড়সড় অভিযোগ নায়িকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খবর, গ্ল্যামারাস উইম্বলডন ম্যাচ দেখে দেশে ফেরার পথে বহুমূল্য ব্যাগ খুইয়েছেন অভিনেত্রী।
  • উর্বশীর অভিযোগ, সেই ব্যাগে ৭০ লক্ষ টাকার গয়না ছিল।
  • আর সেই ব্যাগ-গয়না খুইয়ে বর্তমানে 'ভাইরাল গার্ল'-এর মনমেজাজ খারাপ।
Advertisement