shono
Advertisement
Madhumati passes away

প্রয়াত অভিনেত্রী-নৃত্যশিল্পী মধুমতী, গুরুবিয়োগে শোকবিহ্বল অক্ষয় কুমার, বিন্ধু দারা সিং

ফের সিনেদুনিয়ায় দুঃসংবাদ!
Published By: Sandipta BhanjaPosted: 04:15 PM Oct 15, 2025Updated: 04:15 PM Oct 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার একের পর এক দুঃসংবাদ বলিউডে! পঙ্কজ ধীরের পর এবার বর্ষীয়ান অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মধুমতীর প্রয়াণের খবরে শোকস্তব্ধ হিন্দি সিনেদুনিয়া। ধর্মেন্দ্র, দিলীপ কুমার থেকে জিতেন্দ্রর মতো তারকাদের সঙ্গে একাধিক তাবড় সিনেমায় অভিনয় করেছেন একসময়ে। অভিনয়ের পাশাপাশি তাঁর নৃত্যশৈলীতেও মুগ্ধ হয়েছে দর্শককুল। ১৫ অক্টোবর, বুধবার সেই প্রবীণ নায়িকার মৃত্যুসংবাদ আছড়ে পড়তেই বলিউডে শোকের ছায়া।

Advertisement

বলিউড মাধ্যম সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন মধুমতী। বুধবার বাড়িতেই ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৭। এদিন বিকেলে ওশিওয়ারা শ্মশানে মধুমতীর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। 'আঁখে', 'মুঝে জিনে দো', 'টাওয়ার হাউজ', 'শিকারি'র মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন মধুমতী। নৃত্যশৈলীতে পারদর্শী অভিনেত্রীকে প্রায়শই হেলেনের সঙ্গে তুলনা করা হত। শৈশব থেকেই নাচের প্রতি তাঁর বিশেষ অনুরাগ ছিল। ভরতনাট্যম, কত্থক, কথাকলি, মণিপুরির মতো নৃত্যশৈলীর প্রশিক্ষণও নিয়েছিলেন।

উল্লেখ্য, বলিউডের বর্তমান প্রজন্মের অনেকেই মধুমতীর নৃত্যশৈলীতে অনুপ্রাণিত হয়েছেন। নাচও শিখেছেন তাঁর কাছে। সেই তালিকায় রয়েছে অক্ষয় কুমারের নামও। বুধবার গুরুবিয়োগে শোকপ্রকাশ করেছেন বলিউড খিলাড়িও। শোকপ্রকাশ করে অক্ষয় লিখেছেন, 'আমার প্রথম এবং চিরকালের গুরু। আমি নাচ সম্পর্কে যা জানি, আপনার থেকেই শিখেছি মধুমতিজি। আপনার ব্যক্তিত্ব, অভিব্যক্তি চিরকাল মনে রয়ে যাবে। ওম শান্তি।' বিন্ধু দারা সিংয়ের শোকবার্তা, 'আপনার মতো কিংবদন্তির কাছ থেকে নাচ শিখেছি। আমাদের শিক্ষক এবং পথপ্রদর্শক মধুমতীজি, শান্তিতে ঘুমোন।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ধর্মেন্দ্র, দিলীপ কুমার থেকে জিতেন্দ্রর মতো তারকাদের সঙ্গে একাধিক তাবড় সিনেমায় অভিনয় করেছেন একসময়ে।
  • ১৫ অক্টোবর, বুধবার সেই প্রবীণ নায়িকার মৃত্যুসংবাদ আছড়ে পড়তেই বলিউডে শোকের ছায়া।
  • দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন মধুমতী।
Advertisement