shono
Advertisement
Haridas Chatterjee

'দিদিভাই ডাকটা মিস করব', বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে মন ভালো নেই শ্রুতির

টলিপাড়ায় 'মিঠুদা' বলেই পরিচিতি ছিল তাঁর।
Published By: Sayani SenPosted: 07:27 PM May 01, 2025Updated: 07:27 PM May 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ত্রিনয়নী' ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছেন। দিদিভাই বলে ডাকতেন। তবে আর শোনা হবে না সেই ডাক। কারণ, ইহলোকের মায়া কাটিয়ে অমৃতলোকের পথে বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়। তাঁর মৃত্যুতে মন ভালো নেই অভিনেত্রী শ্রুতি দাসের।

Advertisement

১৯৪৩ সালে বাংলাদেশে তাঁর জন্ম। দেশভাগের সময় চলে আসেন। বিয়ে করেননি। অবিবাহিত এক ভাইও রয়েছে। টলিপাড়ায় 'মিঠুদা' বলেই পরিচিতি ছিল তাঁর। দুই ভাই মিলে কালিকাপুরের এক হাউজিংয়ে ভাড়া থাকতেন। সম্প্রতি বাড়িতেই পড়ে যান। চোট পেয়েছিলেন ভালোই। তারপর থেকে আর তেমন হাঁটাচলা করতে পারছিলেন না। বার্ধক্যজনিত নানা রোগ যেন আষ্টেপৃষ্টে ঘিরে ধরে ছিল অশীতিপর অভিনেতাকে।

বুধবার সন্ধে থেকে শারীরিক অসুস্থতা বাড়তে থাকে। শরীর ভালো নেই বলেই জানান। কিছুক্ষণ বিশ্রাম নিতে ঘরে শুয়ে পড়েন। ভাইকে বলেন, "আলো নিভিয়ে দিতে।" সেই মতো আলো নিভিয়ে দেন। রাতের খাবার তৈরি করতে চলে যান অভিনেতার ভাই। বেশ কিছুক্ষণ পর ঘরে ঢুকে দেখেন দাদার কোনও সাড়াশব্দ নেই। শরীরও একেবারে ঠান্ডা। বিপদ যে হয়েছে, তা বুঝতে বেশি দেরি হয়নি অভিনেতার ভাইয়ের। এরপর চিকিৎসক বর্ষীয়ান অভিনেতার মৃত্যু নিশ্চিত করেন। বৃহস্পতিবার ক্যাওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য হয় তাঁর।

নানা ধারাবাহিক এবং ছবিতে দেখা গিয়েছে বর্ষীয়ান অভিনেতাকে। অপর্ণা সেনের 'গয়নার বাক্স', কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'জ্যেষ্ঠপুত্র'র মতো ছবিতে কাজ করেছেন। মিষ্টভাষী এক বর্ষীয়ান অভিনেতাকে হারিয়ে শোকস্তব্ধ টলিপাড়া। গিল্ডের সদস্য ছিলেন 'মিঠুদা'। গিল্ডের তরফ থেকে তাঁর ভাইয়ের কাছে শোকবার্তা পাঠানো হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াত।
  • টলিপাড়ায় 'মিঠুদা' বলেই পরিচিতি ছিল তাঁর।
  • মিষ্টভাষী এক বর্ষীয়ান অভিনেতাকে হারিয়ে শোকস্তব্ধ টলিপাড়া।
Advertisement