shono
Advertisement
Akshay Kumar

মেলেনি পারিশ্রমিকের কানাকড়িও! অক্ষয়কে অস্বস্তিতে রেখে থমকে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'

শোনা যাচ্ছে, বড় বড় তারকাদের নেওয়া হলেও কেউই পারিশ্রমিকের সামান্য অংশও পাননি।
Published By: Biswadip DeyPosted: 06:52 PM Jun 17, 2025Updated: 06:52 PM Jun 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা একেবারেই ভালো যাচ্ছে না অক্ষয় কুমারের। 'হেরাফেরি ৩' ছবি নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। পরেশ রাওয়াল ছবিটি থেকে নিজেকে সরিয়ে নিয়ে যাওয়ার পর থেকেই পরিস্থিতি ক্রমেই জটিল হয়েছে। আদৌ সেই ছবি করা যাবে কিনা, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এর মধ্যেই এবার আলোচনায় 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'। যত সময় যাচ্ছে ততই এই ছবিটিও হওয়া নিয়ে সংশয় তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে।

Advertisement

২০২৩ সালে শোনা গিয়েছিল আসছে ‘ওয়েলকাম’-এর সিক্যুয়েল। ছবিতে অক্ষয় কুমারের পাশাপাশি রয়েছেন একঝাঁক বলিউড তারকা। ফ্র্যাঞ্চাইজির এই তৃতীয় ছবির নাম ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা নিজেই নিশ্চিত করেন সেই খবর। জানা যায়, ২০২৪ সালের বড়দিনে মুক্তি পাবে ছবিটি। কিন্তু ২০২৫ সালের প্রথম ছয় মাস প্রায় শেষ হতে চললেও ছবির কাজ সেভাবেই এগোয়নি। ২০২৩ সালের আগস্ট থেকে ধরলে গত দেড় বছরেরও বেশি সময়ে নামমাত্র কাজই হয়েছে। ফলে আদৌ ছবিটি শেষ হবে কিনা তা নিশ্চিত নয়।

কিন্তু কেন? ছবিটি নিয়ে সমস্যাটা কী? আসলে ছবিতে বড় বড় তারকাদের নেওয়া হলেও কেউই পারিশ্রমিকের সামান্য অংশও পাননি। ফলে অনেকেই নিঃশব্দে সরে গিয়েছেন। বাকিরা এখনও ছবির সঙ্গে থাকলেও কাজ করা নিয়ে আগ্রহী নন। এদিকে ছবির ৮০ শতাংশ স্টেক অক্ষয়ের। বাকি ২০ শতাংশ নাদিয়াদওয়ালার। ফলে ছবিটি বিশ বাঁও জলে তলিয়ে যাওয়ায় অস্বস্তি বাড়ছে 'খিলাড়ি'র।

'ওয়েলকাম'-এর প্রথম ছবিটি দারুণ সফল হয়েছিল। দ্বিতীয় ছবিটি অবশ্য সেভাবে ব্যবসা করতে পারেনি। এই পরিস্থিতিতে তৃতীয় ছবি ঘিরে আগ্রহ বাড়ছিল। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে সই করানো হয়েছিল সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ারসি, সুনীল শেট্টি, জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটানি-র মতো বলিউড তারকাদের। কিন্তু শেষপর্যন্ত ছবি আদৌ হবে কিনা তা নিয়ে সন্দেহ গাঢ় হয়ে উঠেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আলোচনায় 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'। যত সময় যাচ্ছে ততই ছবিটি হওয়া নিয়ে সংশয় তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে।
  • ২০২৩ সালের আগস্ট থেকে ধরলে গত দেড় বছরেরও বেশি সময়ে নামমাত্র কাজই হয়েছে।
  • ফলে আদৌ ছবিটি শেষ হবে কিনা তা নিশ্চিত নয়।
Advertisement