সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয় ছেড়ে কি পাকাপাকিভাবে সক্রিয় রাজনীতিতে যোগ দিতে চলেছেন অভিনেতা অনুপম খের? এ প্রশ্ন দীর্ঘদিনের। সম্প্রতি সোশাল মিডিয়ায় বর্ষীয়ান অভিনেতার এক অনুরাগী আরও একবার তাঁকে সেই প্রশ্ন করেছিলেন। জবাবে অনুপম যা বললেন, তার সোজা অর্থ, তিনি দেশের সম্পদ হতে চান। তবে সক্রিয়ভাবে রাজনীতি করার ইচ্ছা তাঁর এখনই নেই।

সমাজমাধ্যমে অনুপমের এক অনুরাগী তাঁর কাছে জানতে চান, “আপনি পাকাপাকি ভাবে কেন রাজনীতিতে যোগ দিচ্ছেন না? আপনি তো কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের জন্য সম্পদ হতে পারেন। সংস্কৃতি মন্ত্রকের অংশ হিসাবে যোগ দিলে আপনি ভালো কাজ করবেন, আমি নিশ্চিত।" অনুরাগীর সেই মন্তব্যে প্রতিক্রিয়া দিতে গিয়েই অনুপম স্পষ্ট করে দেন, অদূর ভবিষ্যতে রাজনীতিতে যোগদানের বিশেষ ইচ্ছা তাঁর নেই।
বর্ষীয়ান অভিনেতা বলেন, "আমাকে সুপরামর্শ এবং উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ। তবে আমি মনে করি, দেশের সম্পদ হয়ে উঠতে সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার প্রয়োজন পড়ে না। দেশের সম্পদ হয়ে ওঠার জন্য শুধু একজন ভালো নাগরিক হয়ে ওঠা জরুরি।"
এমনিতে গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত অনুপম। নিজের নামের পাশে 'হিন্দুত্ববাদী' ট্যাগও তিনি লাগিয়ে নিয়েছেন। রাম মন্দিরের উদ্বোধনের আবহে রামের নাম লেখা চাদর জড়িয়ে ভিডিও-ও পোস্ট করেছিলেন। সম্প্রতি কুম্ভে ডুব দিয়েছেন। সময়ে-অসময়ে মোদির প্রশংসা শোনা গিয়েছে তাঁর মুখে। ভালো সময়ে তো বটেই খারাপ সময়েও বিজেপির পাশে থেকেছেন। ২০২৪ পর্যন্ত তাঁর স্ত্রী কিরণ খের বিজেপির টিকিটে সাংসদ ছিলেন। অনুপম নিজেও স্ত্রীর হয়ে প্রচার করেছেন অতীতে। তবে নিজে এখনও সক্রিয়ভাবে বিজেপিতে যোগ দেননি।