shono
Advertisement
Swara Bhasker

রাজনীতিতে যোগ দেবেন স্বরা? 'জানি কী কী করতে হয়', দাবি অভিনেত্রীর

রাজনীতিতে আসা নিয়ে কী বললেন স্বরা ভাস্কর?
Published By: Arani BhattacharyaPosted: 07:24 PM Aug 30, 2025Updated: 07:24 PM Aug 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিভিন্ন কারণেই মাঝেমধ্যে চর্চায় থাকেন স্বরা ভাস্কর। এর আগে 'প্রেম রতন ধন পায়ো', 'ভিরে দি ওয়েডিং'র মতো ছবিতে নজর কেড়েছিলেন অভিনেত্রী। তবে রাজনীতিবিদ ফাহাদ আহমেদের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর থেকে অনেকেই মনে করেন বহু অভিনেতা-অভিনেত্রীর মতো স্বরাও হয়ত রাজনীতিতে যোগদান করবেন। এবার এই নিয়ে মুখ খুললেন স্বরা।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কৌতূহল মেটালেন স্বরা। তিনি এই নিয়ে বলেন, "সকলেই ভাবেন যে, আমি বোধহয় রাজনীতিতে যোগ দিতে চাই। আমাকে এই নিয়ে প্রশ্ন করলে আমি একটাই জবাব দিই। তা হল রাজনীতি শুধুই রাজনীতি নয়। এর সঙ্গে জুড়ে রয়েছে অসংখ্য সাধারণ মানুষের হালহকিকতের খোঁজ নেওয়া, অন্যায়ের প্রতিবাদ করা, আমজনতার মাঝে গিয়ে তাঁদের সমস্যার কথা শোনা এবং তার সমাধান করা। তাই যাঁরা মনে করেন যে, রাজনীতি করা মানেই শুধু ক্ষমতার ব্যবহার তা কিন্তু একেবারেই নয়। এর সঙ্গে জড়িয়ে থাকে আরও অনেকগুলো বিষয়, অনেকরকমের দায়িত্ব।"

স্বরা আরও বলেন, "আমি ফাহাদের সমস্ত প্রচারে অংশ নিয়েছিলাম। আমি নিজে সেখানে গিয়ে বুঝেছি যে রাজনীতি কোনও সহজ বিষয় নয়। আর আমি এই কাজের জন্য উপযুক্ত নই।" তিনি আরও যোগ করেন, "আমি যা বলি তা নিয়েই বিতর্ক শুরু হয়। রাজনীতিতে গেলে কি আমি প্রতিদিন বিতর্কের জন্ম দেব? আসলে আমার মনে হয় শিবের মতো কণ্ঠে গরল ধারণ করে রাখতে পারেন যাঁরা তাঁরাই একজন সফল নেতা হতে পারে। আমার মধ্যে সেই ধৈর্য ও ক্ষমতা নেই। এটা ভীষণই দুরুহ কাজ।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজনীতিবিদ ফাহাদ আহমেদের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর থেকে অনেকেই মনে করেন বহু অভিনেতা-অভিনেত্রীর মতো স্বরাও হয়ত রাজনীতিতে যোগদান করবেন।
  • স্বরা বলেন, "সকলেই ভাবেন যে, আমি বোধহয় রাজনীতিতে যোগ দিতে চাই।"
  • "আমি ফাহাদের সমস্ত প্রচারে অংশ নিয়েছিলাম। আমি নিজে সেখানে গিয়ে বুঝেছি যে রাজনীতি কোনও সহজ বিষয় নয়।"
Advertisement