shono
Advertisement
Subhashree Ganguly

খেলাধুলোতেও চ্যাম্পিয়ন রাজপুত্র ইউভান, পেল ৩টি মেডেল, ছেলের কীর্তিতে গর্বিত শুভশ্রী বললেন...

ইউভানের স্কুলের স্পোর্টর্স ডে'র ছবি শেয়ার করে কী বললেন শুভশ্রী?
Published By: Sandipta BhanjaPosted: 02:02 PM Dec 09, 2025Updated: 04:00 PM Dec 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পড়াশোনায় যেমন মন, খেলাধুলোতেও তেমনই চ্যাম্পিয়ন ইউভান চক্রবর্তী। চার বছর বয়স থেকেই সাঁতার শেখার পাশাপাশি বাবা রাজ চক্রবর্তীর সঙ্গে আবাসনের মাঠে নিয়ম করে ঘাম ঝরায় খুদে। কখনও পায়ে ফুটবল নিয়ে দৌড়তে দেখা যায় তাকে তো কখনও বা তার সঙ্গী ব্যাট-বল। ব্যস্ত শিডিউলের অবসরে রাজ চক্রবর্তীও খেলাধুলো নিয়ে ছেলেকে উৎসাহ জোগান। মাঝমধ্যেই মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সোশাল মিডিয়ায় উঁকি দিলে তার ঝলক পাওয়া যায়। এবার স্কুলের স্পোর্টর্স ডে'তে তিন-তিনটে মেডেল জিতে 'স্টার' মা-বাবাকে গর্বিত করল ইউভান চক্রবর্তী।

Advertisement

মঙ্গলবার সকালে ইউভানের স্কুলের স্পোর্টর্স ডে'র একগুচ্ছ ছবি শেয়ার করেছেন শুভশ্রী। সেখানেই পাঁচ বছরের খুদেকে কখনও বন্ধুদের সঙ্গে খেলার মাঠে দৌড়তে দেখা গেল আবার কখনও বা ভিকট্রি স্ট্যান্ডে দাঁড়িয়ে মেডেল হাতে ক্যামেরায় ধরা পড়ল তার উচ্ছ্বাস। কোনওটায় প্রথম, কোনওটায় দ্বিতীয়, সবমিলিয়ে তিন-তিনটে মেডেল পেয়েছে ইউভান। আর সেই আনন্দঘন মুহূর্তই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন শুভশ্রী। গর্বিত মা লিখেছেন, 'আমার হিরো।' খেলাধূলার মাঠে ছেলের এহেন কীর্তিতে সস্নেহে চুম্বনও করতে দেখা গেল অভিনেত্রীকে। আর শুভশ্রীর এহেন পোস্টেই ইউভানকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

সপরিবারে রাজ-শুভশ্রী

স্টারকিডরা আসলে বরাবরই লাইমলাইটে থাকে। সে বলিউড হোক বা টলিউড! রাজ-শুভশ্রীর ছেলে ইউভানও এক্ষেত্রে ব্যতিক্রম নয়। জন্মের পর থেকেই সংবাদের শিরোনামে রাজত্ব করছে সে। খুদের নানা মজার কাণ্ড-কারাখানায় অনুরাগীরাও মজে থাকেন। তাঁদের কাছে রাজপুত্র 'ওয়ান্ডার কিড'। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ইউভানকে 'স্মার্ট বাচ্চা' বলে সম্বোধন করেছিলেন। হবে না-ই বা কেন? কখনও বাবার সঙ্গে শুটিংয়ে গিয়ে মাইক হাতে তাকে 'অ্যাকশন-কাট' বলতে শোনা যায়, কখনও বা ছুটির দিনে অক্ষরচর্চা করে, এবার পড়াশোনার পাশাপাশি স্পোর্টসেও দক্ষতা প্রমাণ করল রাজ-শুভশ্রীপুত্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্কুলের স্পোর্টর্স ডে'তে তিন-তিনটে মেডেল জিতে 'স্টার' মা-বাবাকে গর্বিত করল ইউভান চক্রবর্তী।
  • সেই আনন্দঘন মুহূর্তই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন শুভশ্রী।
  • গর্বিত মা লিখেছেন, 'আমার হিরো।'
Advertisement