shono
Advertisement

Breaking News

Zubeen Garg

কাছে না থাকলেও আজীবন কাজে বাঁচবেন জুবিন, স্মৃতিরক্ষায় বড় পদক্ষেপ পরিবারের

জুবিনের মতো শিল্পীরা ভাষা-সংস্কৃতির গণ্ডিতে বাঁধা থাকেন না।
Published By: Sayani SenPosted: 12:30 PM Jan 03, 2026Updated: 12:30 PM Jan 03, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন না ফেরার দেশের বাসিন্দা তিনি। মাঝে কেটে গিয়েছে মাসতিনেক। স্মৃতিই সম্বল তাঁর পরিবারের। সেই জুবিনের স্মৃতিরক্ষায় বড়সড় পদক্ষেপ গায়কের স্ত্রীর। শুক্রবার একটি সাংবাদিক বৈঠক করেন স্ত্রী গরিমা। তাতেই পারিবারিক সিদ্ধান্তের কথা জানান।

Advertisement

তিনি জানান, জুবিনের নামে একটি ট্রাস্ট তৈরি করা হবে। এই ট্রাস্ট মূলত সামাজিক নানা কাজে এগিয়ে যাবে। বিশেষত যা করার ইচ্ছা ছিল জুবিনের, সেসব অপূরণীয় কাজই শেষ করার গুরুদায়িত্ব থাকবে ট্রাস্টের উপর। যেমন প্রকৃতি খুবই ভাবাত জুবিনকে। তাই এই ট্রাস্ট প্রকৃতি সংরক্ষণের কাজ করবে। আবার উদীয়মান প্রতিভাবানদের ভবিষ্য়ৎ সুন্দর কীভাবে করা যায়, তা নিয়েও নাকি ভাবতেন জুবিন। সেসব করবে ট্রাস্ট। বৈজ্ঞানিক পদ্ধতিতে শিল্পীর সৃষ্টি সংরক্ষণের দায়িত্বও নিতে হবে ট্রাস্টকে। শুধু ট্রাস্টই নয়। একটি গবেষণা শাখাও তৈরি করা হবে। যা জুবিনের কাজ নিয়ে নানারকম গবেষণা করবে। ট্রাস্টের সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন গায়কের 'ফ্যান ক্লাবে'র সদস্যরা। বলে রাখা ভালো, জীবিত অবস্থা 'কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন' নামে একটি সংস্থা তৈরি করেছিলেন জুবিন। গায়কের মৃত বোনের স্মৃতিতেও একটি সংস্থা তৈরি করেছিলেন তিনি। এবার থেকে এই তিন সংস্থা মিলেমিশে একাকার হয়ে কাজ করবেই। লক্ষ্য একটাই, জুবিনের অপূরণীয় সমস্ত কাজ শেষ করা।

প্রায় সকলেরই জানা, জুবিন অসমের ভূমিপুত্র। তবে বলিউডে তাঁর পরিচিতি যেন আকাশচুম্বী। গান গেয়েছেন ‘ফিজা’, ‘গ্যাংস্টার’, ‘রাজ’, ‘থ্রিডি’, ‘কৃষ থ্রি’র মতো সিনেমায়। বাংলা চলচ্চিত্রেও একাধিক গান গেয়েছেন তিনি। 'রংবাজ', 'খিলাড়ি', 'খোকা ৪২০'-এর মতো সিনেমায় দিয়েছেন কণ্ঠ। অসমিয়া ছবিতে গানের পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। যদিও বছরখানেক শরীর ভালো যাচ্ছিল না জুবিনের। গত বছরের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান অসমের ভূমিপুত্র, জাতীয় স্তরে বিখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। তাঁর মৃত্যু নিয়ে আজও ধোঁয়াশা কাটেনি। নিছকই দুর্ঘটনা নাকি নেপথ্যে কোনও ষড়যন্ত্র, তা নিয়ে কাটাছেঁড়া চলছে। কিন্তু এসবের ঊর্ধ্বে জুবিনের মতো এক বিস্ময় প্রতিভাকে হারানো এই দেশের সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি, তা অস্বীকার করার কোনও উপায় নেই। আসলে জুবিনের মতো শিল্পীরা ভাষা-সংস্কৃতির গণ্ডিতে বাঁধা থাকেন না। সীমাবদ্ধ থাকে না তাঁদের জনপ্রিয়তাও। আর তাই পার্থিব জীবন ছেড়ে চলে গেলেও অনুরাগীদের মনে তিনি আজও চিরস্মরণীয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কাছে না থাকলেও আজীবন কাজে বাঁচবেন জুবিন।
  • স্মৃতিরক্ষায় বড় পদক্ষেপ পরিবারের।
  • শুক্রবার একটি সাংবাদিক বৈঠক করেন স্ত্রী গরিমা। তাতেই পারিবারিক সিদ্ধান্তের কথা জানান।
Advertisement