shono
Advertisement

মানসিক অসুস্থতার জেরেই চার জওয়ানের প্রাণ নেন বলবীর, দাবি পরিবারের

সিআইএফএফ-এর তরফে বলা হয়েছে, তাঁর মানসিক অসুস্থতার বিষয়ে তারা অবগত ছিল না৷ The post মানসিক অসুস্থতার জেরেই চার জওয়ানের প্রাণ নেন বলবীর, দাবি পরিবারের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:15 AM Jan 14, 2017Updated: 04:48 PM Jan 04, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার বিহারের ঔরঙ্গাবাদ জেলায় ৪ সিআইএফএফ জওয়ানকে হত্যা করেন তাঁদেরই সহকর্মী বলবীর সিং৷ পরিবারের তরফে জানানো হয়েছে, ৩২ বছরের বলবীর মানসিকভাবে অসুস্থ ছিলেন৷ বেশ কয়েকদিন ধরে মনবিদের কাছে তাঁর চিকিৎসা চলছিল তাঁর৷ তার জেরেই প্রাণ হারালেন চার জওয়ান৷

Advertisement

(পাকিস্তানকে জল না দিলে রক্ত বন্যা বইবে, মোদিকে হুমকি হাফিজের)

বৃহস্পতিবার চার সেন্ট্রাল ইনডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের জওয়ানকে নিজের বন্দুক দিয়ে গুলি করে হত্যা করেন বলবীর বলে খবর৷ প্রাণ হারান দুই হেড কনস্টেবল বাচা শর্মা ও অমরনাথ মিশ্র, অসিসট্যান্ট সাব ইন্সপেক্টর জিএস রাম এবং হবলদার অরবিন্দ রাম৷ জওয়ানের মা জানাচ্ছেন, ২০১০ সাল থেকেই মানসিকভাবে অসুস্থ হতে শুরু করেছিলেন তাঁর ছেলে৷ বন্ধু থেকে আত্মীয় সকলেই জানত সে কথা৷ সিআইএফএফ-কেও ছেলের শারীরিক অবস্থার কথা জানানো হয়েছিল৷ এবং তাঁর হাতে কোনও অস্ত্র না দেওয়ার অনুরোধও করেছিল পরিবার৷ বলবীরের ভাই জানান, “সিআইএফএফ-এর কাছে অনুরোধ জানিয়েছিলাম যাতে ওর চিকিৎসার জন্য ছুটি দেওয়া হয়৷ ওর কাছে অস্ত্র না থাকলে এমন ঘটনা ঘটত না৷” তবে সিআইএফএফ-এর তরফে বলা হয়েছে, তাঁর মানসিক অসুস্থতার বিষয়ে তারা অবগত ছিল না৷ এমন কোনও রিপোর্ট তাদের কাছে জমা পড়েনি৷

(তেজ বাহাদুর কাণ্ডে প্রধানমন্ত্রীর দপ্তরে রিপোর্ট জমা স্বরাষ্ট্রমন্ত্রকের)

এই প্রথমবার নয়৷ জানা গিয়েছে, এর আগে ২০১১ সালেও বোকারোতে মেজাজ হারিয়ে গাড়ির চালককে গলা টিপে খুনের চেষ্টা করেছিলেন বলবীর৷ জওয়ানের দাদার উপস্থিতিতে সেই যাত্রায় বেঁচে যান চালক৷ ২০১৩-তে আবার বন্দুকের বাট দিয়ে স্ত্রীর মাথা ফাটিয়ে দিয়েছিলেন বলবীর৷

The post মানসিক অসুস্থতার জেরেই চার জওয়ানের প্রাণ নেন বলবীর, দাবি পরিবারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement