shono
Advertisement

রাস্তা মেরামতের দাবি ঘিরে উত্তপ্ত নারায়ণপুর, তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত ১৩

ঘটনার তদন্ত শুরু করেছে নারায়ণপুর থানার পুলিশ। The post রাস্তা মেরামতের দাবি ঘিরে উত্তপ্ত নারায়ণপুর, তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত ১৩ appeared first on Sangbad Pratidin.
Posted: 03:58 PM Dec 01, 2019Updated: 03:59 PM Dec 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল-বিজেপি সংঘর্ষে রবিবার রণক্ষেত্র চেহারা নিল নারায়ণপুর এলাকা। দু’পক্ষের সংঘর্ষে আহত হন প্রায় ১৩ জন। দীর্ঘক্ষণ পর পুলিশের উপস্থিতিতে আয়ত্তে আসে পরিস্থিতি। ঘটনার তদন্ত শুরু করেছে নারায়ণপুর থানার পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই নারায়ণপুর এলাকার রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। একাধিকবার প্রশাসনিক আধিকারিকদের জানিয়েও কোনও ফল মেলেনি। বাধ্য হয়ে রবিবার সকালে রাস্তা মেরামতির দাবিlতে এলাকায় একটি মিছিল করে বিজেপির কর্মী-সমর্থকরা। রাস্তা মেরামতির দাবি জানিয়ে পোস্টার তৈরি করে তা এলাকার বিভিন্ন জায়গায় টাঙিয়ে দেয় তাঁরা। এই নিয়েই অশান্তির সূত্রপাত। অভিযোগ, তাঁদের কাজে বাধা দেয় তৃণমূল কাউন্সিলর-সহ দলের কর্মী-সমর্থকরা। এমনকী বিজেপি কর্মী-সমর্থকদের মারধরও করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নারায়ণপুর থানার পুলিশ। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি। এদিনর সংঘর্ষের জেরে আহত হন দু’পক্ষের মোট ১৩ জন। বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আহতরা।

[আরও পড়ুন: অস্ত্রোপচারেও চোখে থেকে গেল পেরেক, সরকারি হাসপাতালের গাফিলতিতে দৃষ্টি হারালেন যুবক]

ঘটনার কিছুক্ষণের ব্যবধানে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতে নারায়ণপুর থানায় যায় বিজেপির কর্মী-সমর্থকরা। থানার বাইরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা। পরে বিক্ষোভ হটায় পুলিশ। তবে বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তরা শাস্তি পাবে।

[আরও পড়ুন: হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ড থেকে শিক্ষা, নারী সুরক্ষায় আরও সতর্ক কলকাতা পুলিশ]

The post রাস্তা মেরামতের দাবি ঘিরে উত্তপ্ত নারায়ণপুর, তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত ১৩ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement