সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে মোবাইল প্রস্তুতকারক চিনা সংস্থা Oppo-র এক কর্তার বিরুদ্ধে গত মঙ্গলবার ভারতের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ ওঠে। সেই বিতর্কের পরিপ্রেক্ষিতে বুধবার চিনা বিদেশমন্ত্রক জানাল, ভারত সরকার যেন সুষ্ঠুভাবে এই সমস্যার সমাধান করে। পাশাপাশি, নয়ডায় Oppo-র দফতরের কর্মীদের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করবে স্থানীয় প্রশাসন, আশাবাদী বেজিং।
চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র লু কাং এদিন মিডিয়া ব্রিফিংয়ে বলেন, “আমাদের হাতে একাধিক রিপোর্ট এসেছে। চিনা সংস্থার কর্তারা ভারতের স্থানীয় পুলিশের সঙ্গে নিরব্বিচ্ছিন্ন যোগাযোগ রেখে চলেছেন। এই বিতর্ক দ্রুতই মিটে যাবে বলে আমরা আশাবাদী।” তিনি আরও জানিয়েছেন, চিনা সংস্থাটির সদর দফতর থেকে ভারতে কর্মরত সংস্থার আধিকারিকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে, ভারতীয় সংস্কৃতির কোনও অমর্যাদা বা স্থানীয় মানুষের ভাবাবেগে যেন আঘাত না লাগে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তবে পুলিশ যেন সংস্থার কর্মীদের পর্যাপ্ত নিরাপত্তা দেয়, সে দিকেও ভারত সরকারকে নজর দেওয়ার অনুরোধ জানিয়েছে চিনা বিদেশমন্ত্রক।
নয়ডায় Oppo-র ইউনিটের এক চিনা কর্তা ভারতীয় পতাকা ডাস্টবিনে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়েছে চিনা সংস্থাটি। এই ঘটনার প্রতিবাদে চিনা সংস্থাটির বাইরে আজও বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। জেলা প্রশাসন ও শ্রম মন্ত্রক এই ঘটনায় ইতিমধ্যেই হস্তক্ষেপ করেছে। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছেন উত্তরপ্রদেশ পুলিশ। নয়ডার এসপি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কেউ দোষী প্রমাণিত হলে কেন্দ্রীয় আইন মোতাবেক শাস্তি হবে। গোটা বিতর্কের জন্য সংস্থার মোবাইল উৎপাদন প্রক্রিয়া আপাতত স্থগিত রয়েছে। এই ঘটনায় উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে বিচার চেয়েছেন সংস্থায় নিযুক্ত ভারতীয় কর্মীরা।
The post Oppo-র দফতরে তেরঙ্গার চূড়ান্ত অবমাননা, আদিত্যনাথের হস্তক্ষেপ দাবি appeared first on Sangbad Pratidin.