নব্যেন্দু হাজরা: দেড় মাসের মধ্যে ফের ফাঁসিদেওয়ার রাঙাপানি এলাকায় দুর্ঘটনার কবলে মালগাড়ি। উত্তরবঙ্গে একের পর এক ট্রেন দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এক্স হ্যান্ডেলে সেই উদ্বেগ প্রকাশ করেন।
জুনের ১৭ তারিখ ফাঁসিদেওয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। প্রাণ গিয়েছিল ১১ জনের। সেই ঘটনার স্মৃতি ফিকে হওয়ার আগেই বুধবার একই এলাকায় দুর্ঘটনার মুখে পড়ল মালগাড়ি। এই ঘটনায় এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, আজ আরও একটা ট্রেন দুর্ঘটনা ঘটল। দুর্ঘটনাস্থল সেই উত্তরের ফাঁসিদেওয়ার রাঙাপানি। মাত্র ৬ সপ্তাহ আগে এই একই জায়গায় আরও একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। তাঁর আরও সংযোজন, "যা হচ্ছে, আমরা তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন।"
[আরও পড়ুন: ফিরল কাঞ্চনজঙ্ঘার স্মৃতি! রাঙাপানিতে এবার লাইনচ্যুত মালগাড়ি]
ফাঁসিদেওয়ার রাঙাপানিতে লাইনচ্যুত মালগাড়ির দুটি কামরা। ইতিমধ্যেই রেলের তরফে শুরু হয়েছে উদ্ধারকাজ। এই দুর্ঘটনার জেরে স্বাভাবিকভাবেই ওই লাইনে ব্যাহত রেল পরিষেবা। রেল সূত্রের খবর, বুধবার রাঙ্গাপানির নুমালিগড় রিফাইনারি লিমিটেডের শেডের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি। সেই সময় মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পরই শুরু হয়েছে উদ্ধারকাজ। রাঙ্গাপানি রেলগেট বন্ধ রাখা হয়েছে। লাইনচ্যুত বগিগুলো সরানোর কাজ চলছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলকর্তারা। যদিও দুর্ঘটনার কারণ নিয়ে কেউই কিছু মন্তব্য করতে রাজি হননি। তবে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।