সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবারের প্রার্থী তালিকায় ৪১ শতাংশ মহিলা প্রার্থী রাখলেন তিনি৷ আশ্চর্যজনক ভাবে এবারের নির্বাচনে লড়ছেন না তৃণমূলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সি৷ এছাড়া লড়ছেন না সুগত বসু, সন্ধ্যা রায়, উমা সোরেন, ইদ্রিশ আলি৷
এক নজরে তৃণমূল কংগ্রেসের সমগ্র প্রার্থী তালিকা:
কোচবিহার: পরেশ চন্দ্র অধিকারী
আলিপুরদুয়ার: দশরথ তিরকে
জলপাইগুড়ি: বিজয় বর্মণ
দার্জিলিং: অমর সিং রাই (গোর্খা জনমুক্তি মোর্চা)
রায়গঞ্জ: কানাইয়ালাল আগরওয়াল
বালুরঘাট: অর্পিতা ঘোষ
মালদা উত্তর: মৌসম নূর
মালদা দক্ষিণ: ড: মোয়াজ্জেম হোসেন
জঙ্গিপুর: খলিলুর রহমান
বহরমপুর: অপূর্ব সরকার
মুর্শিদাবাদ: আবু তাহের
কৃষ্ণনগর: মহুয়া মৈত্র
রানাঘাট: রূপালি বিশ্বাস
বনগাঁ: মমতাবালা ঠাকুর
বারাকপুর: দীনেশ ত্রিবেদী
দমদম: সৌগত রায়
বারাসত: কাকলি ঘোষ দস্তিদার
বসিরহাট: নুসরত জাহান
জয়নগর: প্রতিমা মণ্ডল
মথুরাপুর: চৌধুরি মোহন জাটুয়া
ডায়মন্ড হারবার: অভিষেক বন্দ্যোপাধ্যায়
যাদবপুর: মিমি চক্রবর্তী
কলকাতা দক্ষিণ: মালা রায়
কলকাতা উত্তর: সুদীপ বন্দ্যোপাধ্যায়
হাওড়া: প্রসূন বন্দ্যোপাধ্যায়
উলুবেড়িয়া: সাজদা আহমেদ
শ্রীরামপুর: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
হুগলি: রত্না দে নাগ
আরামবাগ: অপরূপা পোদ্দার
তমলুক: দিব্যেন্দু অধিকারী
কাঁথি: শিশির অধিকারী
ঘাটাল: দীপক অধিকারী (দেব)
ঝাড়গ্রাম: বীরবাহা সোরেন
মেদিনীপুর: মানস ভুঁইয়া
পুরুলিয়া: ড: মৃগাঙ্ক মাহাতো
বাঁকুড়া: সুব্রত মুখোপাধ্যায়
বিষ্ণুপুর: শ্যামল সাঁতরা
বর্ধমান পূর্ব: সুনীল মণ্ডল
বর্ধমান দূর্গাপুর: সংঘমিত্রা মমতাজ
আসানসোল: মুনমুন সেন
বোলপুর: অসিত মাল
বীরভূম: শতাব্দী রায়
The post লোকসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন সুব্রত মুখোপাধ্যায়-মালা রায়, ঘোষণা মমতার appeared first on Sangbad Pratidin.