shono
Advertisement

‘কুড়মিদের নাম নিয়ে এই কাজ বিজেপির’, বীরবাহা হাঁসদার উপর হামলা নিয়ে বিস্ফোরক মমতা

'আদিবাসী মেয়ের গায়ে হাত দেয়, এত সাহস!', ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।
Posted: 05:10 PM May 27, 2023Updated: 05:49 PM May 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গলমহলের স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে কুড়মিদের হামলা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শনিবার শালবনিতে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির মঞ্চে তাঁর বক্তব্য, ”কুড়মিদের নাম নিয়ে বিজেপির স্লোগান তুলে এই কাজ করেছে বিজেপি (BJP)। কুড়মিরা এই কাজ করতেই পারে না। এত বড় সাহস! আদিবাসী মেয়ের গায়ে হাত দিয়েছে! অভিষেকের কনভয়ে হামলার চেষ্টা করেছে! আমি সব দেখে নেব।” কুড়মিদের প্রতি কড়া বার্তা দিয়ে তিনি বলেন, ”পুলিশ এসব নিয়ে যা করার, করবে।”

Advertisement

এই ঘটনার পর মুখ্যমন্ত্রী নতুন করে আদিবাসী উন্নয়ন বোর্ড (Tribal Development Board) গঠনের ঘোষণা করেন। জানান, ”ওই বোর্ডের মাথায় থাকব আমি নিজে, বীরবাহা হাঁসদা থাকবেন। সবাই মিলে কাজ করবে। আরও উন্নয়ন হবে আদিবাসী, কুড়মি।” শুক্রবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) শালবনি যাওয়ার পর তার পিছনেই যাচ্ছিল ঝাড়গ্রামের বিধায়ক তথা মন্ত্রী বীরবাহা হাঁসদার কনভয়। তাঁর গাড়িতে আচমকা হামলা চালায় কুড়মিরা। গাড়ির কাচ ভাঙে। ইটের আঘাতে তাঁর গাড়ির চালক আহত হন। এনিয়ে রাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় অভিষেকের। কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: শালবনি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর, নাম দিলেন সদ্যোজাত শিশুর]

এরপর শনিবার শালবনির মঞ্চ থেকে তিনি গোটা ঘটনার জন্য কুড়মিদের নয়, বিজেপিকেই দায়ী করলেন। তাঁর চ্যালেঞ্জ, বীরবাহা হাঁসদার মতো আদিবাসী কন্যার উপর হামলা চালিয়েছে যারা, তারা কুড়মি হতে পারে না। পুলিশ সত্যিটা খুঁজে বের করে আইননানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে তিনি জাতি দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগ তোলেন। বলেন, ”জাতি দাঙ্গা করবেন আপনারা? সেটা করলে আর যাকে পাশে পান, আমাকে পাবেন না। আর আমার সঙ্গে থাকলে উন্নয়ন হবে। আপনাদের জন্য কী করিনি? আরও হবে।” তবে এদিন তাঁর বক্তব্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ, কুড়মিদের নাম করে অশান্তি, হামলা চালানোয় বিজেপিকেই দায়ী করা।  

[আরও পড়ুন: অভিষেক থাকাকালীন ঝাড়গ্রামে কুড়মি বিক্ষোভে ধুন্ধুমার, ‘দেখ কেমন লাগে’, পালটা দিলীপের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার