গৌতম ব্রহ্ম: দেশের সাংবিধানিক প্রধানকে কাছে পেয়ে সংবিধান রক্ষার আরজি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মনে করিয়ে দিলেন, ভারতের মূল ভিত্তিই বৈচিত্র্যের মধ্যে ঐক্য। সেই বৈচিত্র্য় রক্ষা করার দায়িত্বের কথাও তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।
সোমবার রাজ্যে এসেছেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু। সন্ধেয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁর নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের অন্য়ান্য মন্ত্রীরা। সেখানে বক্তব্য় রাখতে উঠে রাজ্যের উন্নতি, সম্মান প্রাপ্তির খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বাংলা যে এখন মডেল, সে কথা মনে করিয়ে দিতেও ভোলেননি তিনি। শুধু কেন্দ্র নয়, আন্তর্জাতিক মঞ্চেও সম্মান পেয়েছে বাংলার একাধিক প্রকল্প। এদিনের মঞ্চে সংক্ষেপে সে কথা তুলে ধরেন মমতা।
[আরও পড়ুন: DA আন্দোলনের মাঝেই সুখবর! রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা, পেনশন বৃদ্ধি নবান্নের]
বক্তব্য শেষের আগে রাষ্ট্রপতির কাছে আরজি জানান তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “আমাদের মধ্য়ে উপস্থিত রয়েছে দেশের সাংবিধানিক প্রধান। তাঁর কাছে একটাই আরজি, দেশের সমস্ত মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা করুন। সংবিধানকে রক্ষা করুন। যে কোনও বিপর্যয় থেকে দেশকে রক্ষা করুন।” শেষে তাঁর সংযোজন, “বৈচিত্র্যের মধ্য়ে ঐক্য দেশের মূল ভিত্তি, সে কথা মনে রাখতে হবে।”
রাষ্ট্রপতির কাছে মুখ্যমন্ত্রীর আরজি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে কেন্দ্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো নষ্ট, সাংবিধানিক অধিকার খর্বের অভিযোগ এনেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতির সামনে ফের সংবিধান রক্ষার দাবি জানালেন তিনি।