নিরুফা খাতুন: বছরশেষে মরশুমের শীতলতম দিনের সাক্ষী তিলোত্তমা। পারদ নামল ১১ ডিগ্রিতে। স্বাভাবিকভাবে জেলার বাসিন্দাদের জবুথবু দশা। কুয়াশায় মুড়েছে পথঘাট। কমেছে দৃশ্যমানতা। মৌসম ভবন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালে শেষবার ১১ ডিগ্রির ঘরে নেমেছিল কলকাতার পারদ।
চলতি মরশুমে শীতবিলাসীদের খুশি করেছে আবহাওয়া। ডিসেম্বরের শেষ কয়েকটা দিন শীতে জবুথবু কলকাতাবাসী। তাপমাত্রা ঘোরাফেরা করেছে ১২-১৩ ডিগ্রির আশেপাশে। স্বাভাবিকভাবেই জেলাগুলোতে তাপমাত্রা আরও কম। বেলা বাড়লেও কুয়াশায় মুড়ে থাকছে পথঘাট। একহাত দূরেও দেখতে বেশ বেগ পেতে হচ্ছে। তবে বছর শেষে সব রেকর্ড ভেঙে দিল শীত। বুধবার কলকাতার তাপমাত্রা নামল ১১ ডিগ্রির ঘরে। ২০২১ সালের পর আজই কলকাতার তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের জেলাগুলোর তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নিচে। দার্জিলিংয়ের তাপমাত্রা ঘোরাফেরা করছে ৫ ডিগ্রির আশেপাশে।
উল্লেখ্য, উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। এছাড়া কেরলের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। জোড়া ফলায় উত্তরের রাজ্যগুলিতে তীব্র শীত অনুভূত হবে। আপাতত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বেলা পর্যন্ত কুয়াশা থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ৯ থেকে ১০ ডিগ্রি। কোথাও কোথাও খানিকটা বেড়ে ১২ ডিগ্রি পর্যন্ত হতে পারে। তবে উপকূলের জেলাগুলিতে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতার পারদ চড়তে পারে।
