shono
Advertisement

সবস্তরের নেতাদের নিয়ে নজরূল মঞ্চে বৈঠক মমতার, রাজ্য কমিটি ঘোষণার সম্ভাবনা

বেছে নেওয়া হবে জেলা সভাপতিদের।
Posted: 12:02 PM Mar 08, 2022Updated: 12:05 PM Mar 08, 2022

স্টাফ রিপোর্টার: দলের রাজ্য কমিটির পুনর্বিন্যাসের কাজ একপ্রকার সারা। আজ, মঙ্গলবার নজরুল মঞ্চের সভা থেকে তা ঘোষণা করে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভায় আমন্ত্রিত দলের সাংসদ, বিধায়ক-সহ সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ব। থাকবেন কলকাতার পাশাপাশি বাকি চার পুরনিগমের নেতৃত্বও।

Advertisement

সূত্র মারফত জানা গিয়েছে, নতুন কমিটি গড়ে তার পদাধিকারীদের আজ জরুরি বার্তা দেবেন তৃণমূলনেত্রী। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, দলের জেলা সভাপতিদের দায়িত্ব নতুন করে সাজিয়েও দিতে পারেন তৃণমূলনেত্রী। মূল সংগঠনের পাশাপাশি ছাত্র, মহিলা, শ্রমিক, কৃষক-সহ সংগঠনের সর্বস্তরে নতুন করে দায়িত্ব দিতে পারেন। উঠে আসতে পারে নতুন মুখ। সেক্ষেত্রে প্রবীণ ও নবীনে সমন্বয় রেখেই তা হবে। ইতিমধ্যে রাজ্যজুড়ে পুরভোটের ফল প্রকাশিত। চেয়ারম্যান কারা হবেন তার তালিকা জেলা সভাপতিদের কাছে চাওয়া হয়েছে। তার মধ্যে থেকে যোগ্য ব্যক্তিদের চেয়ারম্যান পদে বেছে নেবে দল।

[আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন তৃতীয় বৈঠকেও মিলল না রফাসূত্র, আরও ভয়াবহ হচ্ছে যুদ্ধ পরিস্থিতি]

ফাইল ছবি।

অনেকদিন থেকেই দলের সমস্ত স্তরের নেতৃত্বকে নিয়ে বসতে চাইছেন তৃণমূলনেত্রী। এর মধ্যে জাতীয় সমিতি গড়া হয়ে গিয়েছে। ধাপে ধাপে রাজ্য কমিটি গড়ার দিকে এগিয়েছেন মমতা। সেই পর্বেই আজ বিধায়ক ও সাংসদদের ডেকেছেন তৃণমূলনেত্রী। দল ভিনরাজ্যে বিস্তার লাভ করেছে। জাতীয় স্তরে পা রেখেছে। কিন্তু বাংলার দল হিসাবে বাংলায় সংগঠনের ভিত আরও মজবুত করার কথা বলেছেন মমতা। ফলে সংগঠনের গুরুদায়িত্ব বণ্টনের ক্ষেত্রে সেই বিষয়টি মাথায় রাখা হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

[আরও পড়ুন: বৈঠকেও কাটল না জট, বন্ধই থাকছে দেউচা-পাচামি এলাকার পাথর শিল্পাঞ্চল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement