shono
Advertisement

শতবর্ষের কোপাতেও মেসিদের প্রতিপক্ষ সেই চিলি

গত ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে ঠিক যেখানে শেষ করেছিল, এদিন যেন সেখান থেকেই শুরু করল গতবারের চ্যাম্পিয়নরা৷ ৭-০ জয়ের আত্মবিশ্বাসটা শুধু ফুটবলারদের চোখে-মুখে নয়, খেলার মধ্যেও ফুটে উঠল৷ The post শতবর্ষের কোপাতেও মেসিদের প্রতিপক্ষ সেই চিলি appeared first on Sangbad Pratidin.
Posted: 05:39 PM Jun 23, 2016Updated: 12:15 PM Jun 23, 2016

কলম্বিয়া – ০       চিলি – ২ (আরাঙ্গুয়েজ, ফুয়েনজালিদা)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী সোমবার শতবর্ষের কোপার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে? সেটা দেখার জন্যই বৃহস্পতিবার ভোরে টিভির পর্দায় চোখ রেখেছিলেন ফুটবলপ্রেমীরা৷ ফল যা মিলল তাতে মেসি সমর্থকরা খানিকটা চাপেই থাকলেন৷ কারণ গত বছর ফাইনালে এই চিলির কাছেই পরাস্ত হয়ে ট্রফি হাতছাড়া করেছিলেন মেসিরা৷ কোপার শিরোপা পাওয়ার পথে ফের সেই চিলির প্রাচীরই টপকাতে হবে মেসি অ্যান্ড কোম্পানিকে৷ অর্থাৎ বছর ঘুরতেই ফের একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী হতে চলেছে ফুটবল বিশ্ব৷

গত ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে ঠিক যেখানে শেষ করেছিল, এদিন যেন সেখান থেকেই শুরু করল গতবারের চ্যাম্পিয়নরা৷ ৭-০ জয়ের আত্মবিশ্বাসটা শুধু ফুটবলারদের চোখে-মুখে নয়, খেলার মধ্যেও ফুটে উঠল৷ হাইভোল্টেজ সেমিফাইনালে শুরু থেকেই কলম্বিয়ার বিরুদ্ধে দাপিয়ে বেড়ালেন স্যাঞ্চেজ, হার্নান্ডেজরা৷ ১১ মিনিটের মধ্যে দু’বার কলম্বিয়ার জালে বল ঢুকল৷ প্রথমে ফুয়েনজালিদার বাড়ানো ক্রস বিপক্ষের কুয়াড্র্যাডোরের কাছে পৌঁছয়৷ ভুলবশত ডেনজার জোনেই হেডারে বল পাঠিয়ে দেন তিনি৷ এমন উপহার কেউ সহজে হাতছাড়া করে? আরাঙ্গুয়েজও করেননি৷ চার মিনিট পরই স্যাঞ্চেজের গোলমুখি শট আটকে দেন কলম্বিয়ার গোলকিপার৷ কিন্তু ক্লিয়ার করতে পারেননি৷ ফলে ফিরতি বলে শট নিয়ে দলকে ফের এগিয়ে দেন ফুয়েনজালিদা৷ দ্বিতীয়ার্ধে ডিফেন্সিভ খেলতে দেখা কলম্বিয়াকে৷ ফলে স্কোর বোর্ডে গোল সংখ্যা আর না বাড়ল না৷ ঘুরে দাঁড়াতে পারল না কলম্বিয়াও৷ দুরন্ত ফর্মে থাকা চিলির বিরুদ্ধে ১০ জন মিলে ম্যাচে ফেরাও অবশ্য কঠিন ছিল কলম্বিয়ার কাছে৷ কারণ ৫৭ মিনিটে দু’টো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কার্লোস স্যাঞ্চেজ৷ যদিও কোচ পেকারম্যানের দাবি, রেফারি দ্বিতীয় হলুদ কার্ড না দেখালেও পারতেন৷

দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য বিরতির পর এদিন ঘণ্টা দুয়েক ম্যাচ বন্ধ থাকে৷ তাই খেলা শেষ হতে অনেকটাই দেরি হয়৷ লাতিন আমেরিকা জুড়ে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে৷ ইতিহাসের পুনরাবৃত্তি না নয়া ইতিহাস! শতবর্ষের কোপার কি নীল-সাদা হবে? নাকি এবারও বাজিমাত করে যাবেন পিজ্জির ছেলেরাই!

The post শতবর্ষের কোপাতেও মেসিদের প্রতিপক্ষ সেই চিলি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement