shono
Advertisement
Jasprit Bumrah

নিজের টিম গুজরাট নয়, বিজয় হাজারেতে অন্য দলের নেটে বুমরাহ! কেন এমন সিদ্ধান্ত পেসারের?

বিশ্বকাপে ভারতের অন্যতম সেরা অস্ত্র বুমরাহ।
Published By: Anwesha AdhikaryPosted: 02:10 PM Dec 30, 2025Updated: 02:10 PM Dec 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ঘরোয়া ক্রিকেট বাধ্যতামূলক করেছে বিসিসিআই। তাই ম্যাচে না নামলেও বিজয় হাজারে ট্রফিতে দেখা গেল জশপ্রীত বুমরাহকে। টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে আপাতত পুরোপুরি বিশ্রামে রাখা হয়েছে তারকা পেসারকে। কিন্তু গুজরাটের বিজয় হাজারে অভিযানে জড়িয়ে গেলেন তিনি।

Advertisement

দিনকয়েক পরেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। সূত্রের খবর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজটাকে মূলত ফিটনেস এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের নিরিখে বিচার করছে বোর্ড। বিশ্বকাপের কথা মাথায় রেখে একঝাঁক তারকা ক্রিকেটারকে এই ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হতে পারে। তার মধ্যেই অন্যতম বুমরাহ। ২০২৩ বিশ্বকাপের পর থেকে আর ওয়ানডে খেলেননি তিনি। চোট-আঘাতের সমস্যা কমাতে এবং বিশ্রাম দেওয়ার জন্য বুমরাহকে ছাড়াই ওয়ানডে সিরিজ খেলবে ভারত, এমনটাই শোনা যাচ্ছে।

তবে ম্যাচ না খেললেও বিশ্বকাপের আগে নিজের ছন্দ ধরে রাখতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারকা পেসার। সেজন্যই সোমবার তিনি পৌঁছে গিয়েছিলেন বিজয় হাজারে ট্রফিতে। গুজরাট কলেজ গ্রাউন্ডে সোমবার খেলতে নেমেছিল কর্নাটক এবং তামিলনাড়ু। ওই মাঠেই নেটে গিয়ে ওয়ার্ম আপ করেন বুমরাহ। বেশ কিছুক্ষণ গা ঘামানোর পরে বোলিং শুরু করেন নেটে। প্রথমে ছোট রান আপ, পরে একেবারে স্বাভাবিক ছন্দে বোলিং করেন।

তবে নিজের একশো শতাংশ দিয়ে নেটে বল করেননি বুমরাহ। আপাতত বেশ কয়েকদিন প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে তিনি দূরে থাকবেন। বিশ্বকাপের ঠিক আগেই রয়েছে কিউয়িদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। সেখানে পূর্ণশক্তির দল নিয়েই নামবে ভারত। সেই সিরিজে মাঠে ফিরতে পারেন বুমরাহ। সিরিজ শেষ হওয়ার মাত্র আটদিন পর থেকেই শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। গতবারের চ্যাম্পিয়ন ভারতের মূল লক্ষ্য বিশ্বকাপ ধরে রাখা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিনকয়েক পরেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। সূত্রের খবর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজটাকে মূলত ফিটনেস এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের নিরিখে বিচার করছে বোর্ড।
  • ম্যাচ না খেললেও বিশ্বকাপের আগে নিজের ছন্দ ধরে রাখতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারকা পেসার।
  • বিশ্বকাপের ঠিক আগেই রয়েছে কিউয়িদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। সেখানে পূর্ণশক্তির দল নিয়েই নামবে ভারত।
Advertisement