shono
Advertisement

দীপাবলির আগে ১০১ টাকা বাড়িয়ে বাণিজ্যিক গ্যাসের দাম ৫৭ টাকা কমাল কেন্দ্র

কলকাতায় নতুন দাম কত?
Posted: 05:44 PM Nov 16, 2023Updated: 05:47 PM Nov 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাণিজ্যিক গ্যাসের দাম (Commercial LPG Cylinder Price) একদফা বাড়িয়ে নিয়ে খানিক কমাল কেন্দ্র। দীপাবলির দুই সপ্তাহ আগেই বাণিজ্যিক গ্যাসের (১৯ কেজি) দাম এক ধাক্কায় বেড়েছিল ১০১ টাকা। বৃহস্পতিবার সিলিন্ডার পিঁছু ৫৭.৫০ টাকা কমাল পেট্রোলিয়াম সংস্থা।

Advertisement

বাণিজ্যিক গ্যাসের দাম কিছুটা কমায় সুবিধা হবে হোটেল, রেস্তরাঁগুলির। উৎসবের মরশুমে তার ফল পেতে পারে খাদ্য রসিকরা। ১০১ টাকা কমায় কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম হল ১৮৮৫.৫০ টাকা। এই দাম দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে যথাক্রমে ১৭৭৫.৫০ টাকা, ১৭২৮টাকা এবং ১৯৪২ টাকা। যদিও দীপাবলির দুই সপ্তাহ আগে গ্যাসের দাম বাড়ায় তার ফল ভুগেতে হয়েছে গোটা দেশের জনতা। রেস্তরাঁ, হোটলে অতিরিক্ত রেস্ত খরচ করতে হয়েছে গ্রাহকদের। উল্লেখ্য, এই সময়েই বাড়ির বাইরে খাওয়াদাওয়া করে মধ্যবিত্ত। তখনই বাড়ানো হয় বাণিজ্যিক গ্যাসের দাম। 

 

[আরও পড়ুন: ১৬ দিন গলায় আটকে ভেটকির তিন ইঞ্চি কাঁটা! রাজ্যের সরকারি হাসপাতালে ‘পুনর্জন্ম’ মহিলার]

তবে গৃহস্থালির ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই রইল। আগের মতোই ৯২৯ টাকাতেই মিলবে রান্নার গ্যাস। উল্লেখ্য, প্রতি মাসের প্রথম দিনে বাণিজ্যিক এবং গৃহস্থালী – দু’রকমের গ্যাসের দামের হেরফের করা হয়। এবার অবশ্য মাসের মাঝখানে দাম কমল বাণিজ্যিক গ্যাসের। 

 

[আরও পড়ুন: বিদ্যুৎ-মুক্ত বিশ্বভারতী থেকে সরছে বিতর্কিত ফলক, ‘পিছু হটল’ কেন্দ্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement