অভিরূপ দাস: বিধায়কদের বেতন বেড়েছে, কাউন্সিলরদের বাড়বে না? কলকাতা পুরসভায় (KMC) এবার কাউন্সিলরদের বেতন বৃদ্ধির দাবি তুললেন কংগ্রেসের (Congress) প্রতিনিধি সন্তোষ পাঠক। তার জবাবও দিলেন মেয়র ফিরহাদ হাকিম। আশ্বাস দিলেন, আর্থিক অবস্থা ফিরলেই তা বাড়ানো হবে।
মাস তিনেক আগের কথা। প্রতি স্তরে ৪০ হাজার টাকা করে বেতন বৃদ্ধি হয়েছে বাংলার বিধায়কদের। সরকারের বেতন কাঠামো অনুযায়ী, এতদিন সমস্ত ভাতা মিলিয়ে রাজ্যের বিধায়করা পেতেন ৮১ হাজার টাকা। এখন তাদের মোট প্রাপ্য ১ লক্ষ ২১ হাজার টাকা। এই যুক্তি দেখিয়ে শনিবার পুর অধিবেশনে কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক জানতে চান, ‘‘পশ্চিমবঙ্গ বিধানসভায় বিধায়কদের ভাতা বৃদ্ধি হয়েছে। এই প্রেক্ষিতে কলকাতা পুরসভার প্রতিনিধিদের ভাতা বৃদ্ধির কী প্রস্তাব?’’
[আরও পড়ুন: হামাস-ইজরায়েল যুদ্ধে কর্মসংস্থান ভারতের!]
উত্তরে বলতে উঠে, শুরুতেই মেয়র ফিরহাদ হাকিম বলেন, ”স্রেফ নিজের একার জন্য নয়। উনি সবার জন্যই বলছেন।” বছর চারেক আগেও কাউন্সিলরদের মাইনে ছিল চার হাজার টাকার একটু বেশি। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ”২০১৯ এ সেটাকে ১০ হাজার টাকা করেছি।” এদিন মেয়র সমস্ত কাউন্সিলরকে অনুরোধ করেন, ‘‘আর্থিক পরিস্থিতিটা একটু ঠিক হতে দিন।’’
[আরও পড়ুন: ‘গয়না, মানিব্যাগ সামলে রাখবেন’, শুভেন্দুকে ‘চোর’ চিহ্নিত করে মাইকিং তৃণমূলের]
মেয়র ফিরহাদ হাকিমের কথায়, ‘‘আমি জানি, আজকের দিনে ১০ হাজার টাকা কিছুই না। তবে কাউন্সিলরদের মাইনে বাড়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ প্রতিটি কর্মচারীর বেতন, অবসর প্রাপ্ত কর্মচারীদের পেনশন। আগের থেকে আর্থিক পরিস্থিতি অনেকটাই ভাল। আরেকটু ভালো হোক তারপর নিশ্চিতভাবে কাউন্সিলরদের মাইনেও বাড়বে।’’ এদিন মেয়রের উত্তরে টেবিল বাজিয়ে সমর্থন জানান শাসক-বিরোধী দু’পক্ষই।
কিন্তু শুধু কাউন্সিলরদের মাইনে বৃদ্ধি নয়, পেনশনেরও দাবি করেছেন কংগ্রেস কাউন্সিলর। উল্লেখ্য, বঙ্গের কোনও পুরসভার কাউন্সিলরদেরই পেনশন ব্যবস্থা নেই। এদিন মেয়র জানিয়েছেন, ”কাউন্সিলরদের পেনশন ব্যবস্থা এখানে চালু নেই। এটা নিয়ে তাই নতুন করে কিছু বলতে চাই না।”