সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাম নাম করলে ভূত পালায়৷ তবে এবার রামের নামে কাবু কংগ্রেস দল৷ প্রধানমন্ত্রী মোদির মুখে রাম নাম শুনে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের সোনিয়া গান্ধীর দলের৷প্রধানমন্ত্রী রামের নাম ধর্মীয় ভাবাবেগকে উস্কে দিচ্ছেন৷ বুধবার, কমিশনে এমনই অভিযোগ করে কংগ্রেস৷
(বাবা রামদেবের কুস্তির প্যাঁচে কুপোকাৎ রূপোজয়ী অলিম্পিয়ান)
১২ জানুয়ারি, কন্যাকুমারীতে অনুষ্ঠিত রামায়ণ দর্শন প্রদর্শনীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতায় রাম ও হনুমানের প্রসঙ্গ তোলা নিয়ে ক্ষুব্ধ কংগ্রেস৷ তাঁরা মনে করছেন রাম নাম করে মোদি ভোট ব্যাঙ্কের রাজনীতি করছেন৷ প্রসঙ্গত, অনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রী তাঁর সরকারকে কে রাম রাজ্যের সঙ্গে তুলনা করেছিলেন৷ দিন কয়েক আগেই বিজেপি রাহুল গান্ধীর বিরুদ্ধে ধর্মের নাম রাজনীতির করার অভিযোগ এনে কমিশনের দ্বারস্থ হয়েছিল৷
‘পুরস্কার নয়, যোগ্যতাতেই এনএসজিতে ঢুকবে ভারত’
জলে ধুলেই রং উঠে যাচ্ছে ৫০০ টাকার নতুন নোটের!
The post মোদির মুখে রাম নাম শুনে বেজায় চটল কংগ্রেস, অভিযোগ কমিশনে appeared first on Sangbad Pratidin.