shono
Advertisement

কংগ্রেস হারলেও মোছা যাবে না, নয়া সভাপতি রাহুলের চ্যালেঞ্জ

প্রতি পদে বিঁধলেন মোদিকে। The post কংগ্রেস হারলেও মোছা যাবে না, নয়া সভাপতি রাহুলের চ্যালেঞ্জ appeared first on Sangbad Pratidin.
Posted: 01:17 PM Dec 16, 2017Updated: 12:48 PM Sep 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সভাপতি হিসেবে অভিষেকের দিনে কেন্দ্রের শাসকদলকে নিশানা রাহুল গান্ধীর। শুরুতেই হুঙ্কার ছুড়লেন বিজেপির দিকে। জানিয়ে দিলেন হারলেও কংগ্রেসকে মোঝা যাবে না। পাশাপাশি নয়া কংগ্রেস সভাপতির অভিযোগ প্রধানমন্ত্রীর জমানায় দেশ মধ্যযুগে ফিরছে।

Advertisement

কংগ্রেসের সদর দপ্তরে দায়িত্ব নেওয়ার পর এমন মেজাজে দেখা গিয়েছে রাহুল গান্ধীকে। আর সহকারী নয়, এবার তিনি কংগ্রেসের পুরোসদস্তুর সভাপতি। ১৩২ বছরের দলের ব্যাটন হাতে নেওয়ার মুহূর্তে রাহুল বুঝিয়ে দিলেন বিরোধী কণ্ঠ এভাবেই গর্জে উঠবে। মা সোনিয়া, বোন প্রিয়াঙ্কা, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃ্ত্বর সামনে কার্যত বিজেপি হটাও অভিযানের ডাক দিলেন। একবারের জন্য মোদির নাম নেননি, কিন্তু কখনও প্রধানমন্ত্রী, কখনও শাসকদলের কথা বলে বুঝিয়েছেন বিজেপিকে আরও তীব্রভাবে বিঁধতে রাহুল তৈরি। কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, ১ জনের ভাবমূর্তি তৈরি করতে গিয়ে গোটা দেশের ক্ষতি হচ্ছে। গণতন্ত্রের উপর এমন আঘাত মানবে না কংগ্রেস। রাহুলের সংযোজন, দেশে আগুন লাগানোর চেষ্টা করছে বিজেপি। দেশকে বাঁচাতে পারে একমাত্র কংগ্রেসই। ওরা ভাঙতে পারে। কংগ্রেস তৈরি করে। তার সঙ্গে রাহুল অভিযোগ করেন, মোদির জমানায় দেশ শুধুই পিছনের দিকে হাঁটছে। মধ্যযুগে ফিরেছে ভারত। কংগ্রেস দেশকে এগিয়ে নিয়ে যায়।

৩৪ বছর বয়সে প্রথমবার রাজনীতিতে আসেন রাহুল। ১৩ বছর অনেক উত্থান-পতনের সাক্ষী থেকে দলের একবারে শীর্ষে। ছেলের হাতে দায়িত্ব তুলে দেওয়ার দিনে সোনিয়া গান্ধী জানিয়ে দেন, এ এক বিশাল দায়িত্ব। তবে যোগ্য ব্যক্তির কাছে সেই ব্যাটন উঠেছে বলে বুঝিয়ে দেন সোনিয়া। পাশাপাশি তাঁর বক্তব্য, ভারতের জন্য অনেক কিছু করেছে গান্ধী পরিবার। দিয়েছে আত্ম বলিদান। এখন নতুন পথে হাঁটতে হবে। আগামী লোকসভা নির্বাচনের বছর দেড়েক আগে কংগ্রেসের মাথায় এলেন রাহুল। সোমবার গুজরাট ও হিমাচলের ফল ঘোষণা। যে রাজ্যগুলিতে রাহুলই ছিলেন প্রধান মুখ। বিশেষজ্ঞদের মতে, দুই রাজ্যের ফলঘোষণার দিন বোঝা যাবে রাহুল প্রথম পরীক্ষায় কত পেলেন। ২০১৯ এখনও তাই বেশ কিছুটা দূর।

The post কংগ্রেস হারলেও মোছা যাবে না, নয়া সভাপতি রাহুলের চ্যালেঞ্জ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার