shono
Advertisement

Breaking News

রাজ্যসভা নির্বাচনে রাজস্থানে ব্যাকফুটে বিজেপি, মণিপুরে একমাত্র আসনে জয়ী গেরুয়া শিবির

অন্ধ্রপ্রদেশের চারটি আসনই গেল YSR কংগ্রেসের দখলে। The post রাজ্যসভা নির্বাচনে রাজস্থানে ব্যাকফুটে বিজেপি, মণিপুরে একমাত্র আসনে জয়ী গেরুয়া শিবির appeared first on Sangbad Pratidin.
Posted: 07:19 PM Jun 19, 2020Updated: 10:39 PM Jun 19, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার দেশের ৮ রাজ্যে ১৯ টি রাজ্যসভা আসনের নির্বাচনের দিকে নজর ছিল গোটা দেশের। যে নির্বাচনে মূলত টক্কর ছিল বিজেপি ও কংগ্রেসের মধ্যে। এবং দিনের শেষে দেখা গেল, রাজস্থানে গেরুয়া শিবিরকে পিছনে ফেলে দিল কংগ্রেস। এদিকে, অন্ধ্রপ্রদেশের চারটি আসনই গেল YSR কংগ্রেসের দখলে।

Advertisement

এদিন বিকেল পাঁচটায় ভোটগণনা শুরু হয়। ১৯ আসনের মধ্যে অন্ধ্রপ্রদেশ ও গুজরাটের ছিল চারটি করে, মধ্যপ্রদেশ ও রাজস্থানে তিনটি করে, ঝাড়খণ্ডে দুটি এবং মণিপুর, মেঘালয় ও মিজোরামে একটি করে আসন। এর মধ্যে গুজরাট, মধ্যপ্রদেশ ও রাজস্থানেই কংগ্রেস ও বিজেপির মধ্যে লড়াইয়ের দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। দিনের শেষে দেখা যায়, মধ্যপ্রদেশে রাজ্যসভার দুটি আসনে জয়লাভ করে বিজেপি। যেখানে কংগ্রেসের দখলে আসে একটি আসন। তবে রাজস্থানে বিজেপিকে ব্যাকফুটে ফেলে দুটি আসনে জেতে কংগ্রেস। কেসি ভেনুগোপাল এবং নীরাজ ডাঙ্গি জয়লাভ করেন। একটিমাত্র আসন পায় গেরুয়া শিবির। বিজেপির তরফে রাজেন্দ্র গেহলট জেতেন। তবে গুজরাটে বিজেপির দুই বিধায়কের ভোট বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। শেষমেশ অবশ্য মোদির রাজ্যে পদ্মফুলেরই জয়জয়কার। চারটির মধ্যে তিনটি আসন বিজেপির। একটি পায় কংগ্রেস। এদিকে, ঝাড়খণ্ডের দুটি আসনের মধ্যে একটিতে জয়ী মোর্চা (জেএমএম)  নেতা শিবু সোরেন এবং অন্যটি গেল বিজেপির দীপক প্রকাশের দখলে।

[আরও পড়ুন: তেতাল্লিশ নয়, গালওয়ান সংঘর্ষে ভারতীয় জওয়ানদের হাতে নিহত ১৫ চিনা সেনা!]

তবে উল্লেখযোগ্যভাবে মণিপুরের একমাত্র আসনটি জিতে যায় বিজেপি। যে রাজ্যে তিন মন্ত্রী-সহ ৯ বিধায়ক সমর্থন প্রত্যাহার করায় বুধবার সংখ্যালঘু হয়ে পড়েছিল বিজেপির জোট সরকার, সেখানে এদিনের জয় বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে সেখানে ভোটগ্রহণ নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। কারণ কংগ্রেস থেকে বেরিয়ে আসা তিন বিধায়কের উপর বিধানসভায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল হাই কোর্ট। তা সত্ত্বেও এদিন স্পিকার তাঁদের ভোট দেওয়ার অনুমতি দেন। তবে পদত্যাগ করা তিন বিজেপি বিধায়ক এদিন ভোট দিতে পারেননি। মেঘালয়ে অবশ্য প্রত্যাশিতভাবেই জয়ী ন্যাশনাল পিপলস পার্টি (NPP)।

[আরও পড়ুন: অহম সম্রাটকে অপমান, গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তারের নির্দেশ অসমের মুখ্যমন্ত্রীর]

The post রাজ্যসভা নির্বাচনে রাজস্থানে ব্যাকফুটে বিজেপি, মণিপুরে একমাত্র আসনে জয়ী গেরুয়া শিবির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার