shono
Advertisement
Kunal Ghosh

'রামরেড পুলিশকর্মীদের সুন্দরবনে বাঘ পাহারায় পাঠাব', হুঁশিয়ারি কুণালের, পালটা বিরোধীদের

কী বললেন বিরোধীরা?
Published By: Tiyasha SarkarPosted: 12:24 PM Nov 22, 2024Updated: 05:43 PM Nov 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'রামরেড' পুলিশের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ। ২০২৬ সালের নির্বাচনে জিতে সেই সকল পুলিশ অফিসারদের সুন্দরবনে বদলির হুঁশিয়ারি অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। তা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। পালটা দিয়েছেন বিরোধীরা। বামনেতা সুজন চক্রবর্তীর কথায়, "এটাই এখন পরিস্থিতি। কেউ তোলাবাজিতে সমর্থন না করলে তাঁকে বদলি করে দেওয়া হবে।"

Advertisement

বৃহস্পতিবার নন্দীগ্রামে সমবায় নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি ও পুলিশের 'নিষ্ক্রীয়তা'র প্রতিবাদে সভার আয়োজন করেছিল তৃণমূল। সেখানে যোগ দেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেখানেই পুলিশকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। বলেন, "যাঁরা এখন রাজ্য সরকারে থেকেও প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। দায়িত্ব-কর্তব্য ভুলে অন্তর্ঘাত করছেন সেই সমস্ত বামপন্থী পুলিশ কর্মীদের বলছি, ২০২৬ সালের পর সুন্দরবনে বাঘ পাহারা দিতে পাঠানো হবে, তৈরি থাকুন।" এর পর পুলিশ কর্মীদের নিজের রাজনৈতিক অবস্থান ভুলে প্রকৃত পুলিশকর্মী হিসেবে কাজ করার অনুরোধও জানান তিনি। কুণাল ঘোষের এই বদলির হুঁশিয়ারিতেই তৈরি হয়েছে বিতর্ক।

তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদকের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বিজেপি নেতা শমীক লাহিড়ি। বামনেতা সুজন চক্রবর্তীর কথায়, "তৃণমূলের আমলে পুলিশকে তাঁদের মতো করে পরিচালনা করা হচ্ছে। কেউ যদি দুর্নীতি, তোলাবাজিতে সমর্থন না করেন, তাঁদের এভাবেই হুমকির মুখে পড়তে হয়।" উল্লেখ্য, বৃহস্পতিবারই নিচুতলার পুলিশ কর্মীদের নিশানা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বামমনস্ক পুলিশের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ।
  • ২০২৬ সালের নির্বাচনে জিতে সেই সকল পুলিশ অফিসারদের সুন্দরবনে বদলির হুঁশিয়ারি অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। তা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। পালটা দিয়েছেন বিরোধীরা।
  • বামনেতা সুজন চক্রবর্তীর কথায়, "এটাই এখন পরিস্থিতি। কেউ তোলাবাজিতে সমর্থন না করলে তাঁকে বদলি করে দেওয়া হবে।"
Advertisement