shono
Advertisement

‘দলে থেকে বিজেপিকে মদত দিলে হাত-পা ভেঙে দেওয়া হবে’, হুঁশিয়ারি বর্ধমানের তৃণমূল নেতার

তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক।
Posted: 04:22 PM Nov 23, 2020Updated: 04:22 PM Nov 23, 2020

সৌরভ মাজি, বর্ধমান: এবার বেফাঁস বর্ধমানের এক তৃণমূল নেতা (TMC)। “দলে থেকে বিজেপিকে (BJP) মদত দিলে হাত-পা ভেঙে দেওয়া হবে”, সভা থেকে কর্মীদের হুঁশিয়ারি দিলেন তিনি। নেতার এই মন্তব্যে তুঙ্গে বিতর্ক। একুশের নির্বাচনের আগে বর্ধমানে ফের প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীকোন্দল।

Advertisement

বর্ধমান শহরের ৩৩ নম্বরের ওয়ার্ডে একটি ছট পুজোর উদ্বোধনে গিয়েছিলেন দাপুটে তৃণমূল নেতা খোকন দাস। সেখানে দাঁড়িয়ে তিনি বলেন, “কিছু মানুষ আছেন যারা আগে সিপিএমে ছিলেন তাঁরাই এখন তৃণমূলে ঢুকে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তাঁরাই বিজেপিকে মদত দিচ্ছে। তাঁরা তৃণমূলের অন্য নেতাদের থেকে নিজেদের বড় প্রমাণ করার চেষ্টা করছে। এই ধরনের নেতাদের বরদাস্ত করবে না। প্রয়োজনে তাঁদের হাত-পা ভেঙে দেওয়া হবে।” প্রয়োজনে পুলিশকেও ঘেরাও করার হুঁশিয়ারি দেন তিনি। অন্যদলের হয়ে কথা বললেও পুলিশেরও রেহাই মিলবে না, এমনটাও বলেন দাবি তাঁর।

[আরও পড়ুন: আগামী জুনের পরও বিনামূল্যে রেশন পাবে রাজ্যবাসী, বাঁকুড়া থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর]

তৃণমূল নেতার এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। গেরুয়া শিবিরের এক নেতার কথায়, “তৃণমূল নেতাদের কাছ থেকে এই ধরনের মন্তব্য নতুন কিছু নয়। এটাই ওদের সংস্কৃতি। হিংসা ছাড়া ওরা কিছুই বোঝে না। এসব করে বাংলায় টেকা যাবে না। একুশে বিজেপিই ক্ষমতায় এসেছে।” এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবু টুডু বলেন, দলের ভিতরে সমস্যা হলে খতিয়ে দেখা হবে।

[আরও পড়ুন: ‘নির্বাচনের আগে অনেকে দাঙ্গা লাগানোর চেষ্টা করবে’, নাম না করে বিজেপিকে খোঁচা মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement