রঞ্জন মহাপাত্র, কাঁথি: বাড়ির কাছেই সরস্বতী পুজোর মঞ্চে উপস্থিত বিজেপি বিধায়ক ও নেতাদের উপস্থিতিতে পুলিশের সমালোচনা করলেন কাঁথির বর্ষীয়ান তৃণমূল সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikari)। প্রধানমন্ত্রীকে তুলনা করলেন রামচন্দ্রের সঙ্গে। পালটা কটাক্ষ করেছে শাসকদলের নেতারা।
বৃহস্পতিবার শান্তিকুঞ্জের অদূরে সরস্বতী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী। সেখানে তিনি বলেন, “গত এক-দেড় বছর ধরে কাঁথি শহরে পুলিশকে স্যালুট করে চলতে হয়। পুলিশের বড়বাবু (ওসি) ভাল কাজ করছেন। কেউ কোথাও অন্য পার্টি করলে তাঁকে ডেকে আনছেন, হাজিরা দিতে হচ্ছে। পয়সার তো একেবারে বন্যা বইছে। কত টাকা ঘুষ নিয়েছেন? এরকম জিনিস কোথাও শুনিনি আগে কখনও। কিছু মানুষ ভয়ে টাকাও দিচ্ছেন।” একইসঙ্গে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রামচন্দ্রের সঙ্গে তুলনা করেন তিনি। বললেন, “রামচন্দ্র এখন রাষ্ট্রনেতা হয়েছেন। শুভেন্দু অধিকারীর নামে যদি ২৮টি মামলা হয়, সৌমেন্দু অধিকারীর নামে ১০টি মামলা হয়, তাহলে রামের নামে ৪টি মামলা হয়।”
[আরও পড়ুন: সরস্বতী পুজোয় বন্ধুদের সঙ্গে বেরিয়ে বাড়ি ফিরতে দেরি, মায়ের বকুনির জেরে চরম সিদ্ধান্ত ছাত্রীর!]
এই বিষয়ে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তরুণ কুমার মাইতি বলেন, ‘‘শিশির বাবু তৃণমূলের সাংসদ। বালিঘাইতে দলীয় সভায় তাঁর গলায় উত্তরীয় পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাঁথিতে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিয়ে ছিলেন। তাঁর ছেলে বিজেপির বিরোধী দলনেতা। তিনি বিজেপি লাইনে আছেন তাই তিনি বিজেপির নেতাদের হাইলাইট করবেন, এটাই স্বাভাবিক। পাশাপাশি প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে কথা বলবেন এটাও স্বাভাবিক।’’
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর থেকেই কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে তাঁর দলের রাজনৈতিক সভা ও সমিতিতে দেখা যায় না বলে অভিযোগ। এদিন পুজোর মঞ্চে দাঁড়িয়ে আবারও তাঁর পরিবারকে শাসকদল ও পুলিশ হেনস্তা করছে বলে পরোক্ষে অভিযোগ করলেন নেতা। যে মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস-সহ স্থানীয় বিজেপির কাউন্সিলররা।