shono
Advertisement

দেশে দৈনিক করোনা আক্রান্ত কমল প্রায় ২০ শতাংশ, দীর্ঘদিন বাদে নিম্নমুখী অ্যাকটিভ কেস

অনেকটা কমল দৈনিক মৃতের সংখ্যাও।
Posted: 10:02 AM Mar 09, 2021Updated: 10:09 AM Mar 09, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন দাবি করেছিলেন করোনার বিরুদ্ধে লড়াই শেষের পথে। এক বছরের বেশি সময়ের এই লড়াইয়ে অবশেষে জয় পেতে চলেছে ভারত। স্বাস্থ্যমন্ত্রীর সেই দাবিকে কিছুটা হলেও মান্যতা দিল মঙ্গলবারের করোনা পরিসংখ্যান। গত কয়েকদিনের করোনা পরিসংখ্যান রীতিমতো চিন্তার উদ্রেক ঘটাচ্ছিল বিশেষজ্ঞদের মনে। লাগাতার বাড়ছিল আক্রান্ত, বাড়ছিল অ্যাকটিভ কেস। তবে, মঙ্গলবার উলটো ছবি দেখা গেল। এদিন সোমবারের তুলনায় প্রায় ২০ শতাংশ কমল আক্রান্তের সংখ্যা। দীর্ঘদিন বাদে কমল অ্যাকটিভ কেসও।

Advertisement

মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৩৮৮ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ২০ শতাংশ কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১২ লক্ষ ৪৪ হাজার ৭৮৬ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৭ হাজার ৯৩০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৭ জনের। এই সংখ্যাটাও অবশ্য আগের দিনের থেকে অনেকটা কম।

[আরও পড়ুন: ‘ধর্ষককে বিয়ে করতে বলিনি’, মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে বলে দাবি প্রধান বিচারপতির]

গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ১৬ হাজার ৫৯৬ জন। যা দৈনিক আক্রান্তের থেকে সামান্য হলেও বেশি। ফলে দেশে মোট অ্যাকটিভ কেস কমে দাঁড়াল ১ লক্ষ ৮৭ হাজার ৪৬২ জন। গত বেশ কয়েকদিনে সংখ্যাটা নিয়মিত হারে বাড়ছিল। দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন, ১ কোটি ৮ লক্ষ ৯৯ হাজার ৩৯৪ জন। তবে স্বস্তির খবর, আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে দেশে বাড়ছে টিকাকরণের হারও। ইতিমধ্যেই ২ কোটি ২০ লক্ষ মানুষ করোনার টিকা পেয়ে গিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement