সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার বলি এবার বিনোদনজগতেও। ইটালিয়ান অভিনেত্রী লুসিয়া বোসের পর প্রয়াত হলেন হলিউড অভিনেতা মার্ক ব্লুম। হলিউডে এই প্রথম করোনা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল কোনও তারকার। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
ব্লুমের স্ত্রী জ্যানেট জারিশ সংবাদমাধ্যমকে ইমেলের মাধ্যমে এই দুঃসংবাদ জানিয়েছেন। বলেছেন, গত ২৫ মার্চ, বুধবার করোন ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হন মার্ক ব্লুম। নিউইয়র্ক-প্রেসবিটারিয়ান হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। SAG-AFTRA’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রেবেকা ড্যামনও টুইটারে এই খবরটি জানিয়েছেন। সত্যতা নিশ্চিত করেছেন। টুইটারে তিনি গভীর দুঃখের সঙ্গে জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তাঁর বন্ধু এবং প্রাক্তন বোর্ড সদস্য মার্ক ব্লুম প্রয়াাত হয়েছেন। তিনি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড এবং SAG-AFTRA বোর্ডের সদস্য ছিলেন। ২০০৭-২০১৩ সাল পর্যন্ত তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি একজন ভাল অভিনেতা, বন্ধু, শিক্ষক ও অসাধারণ মানুষ ছিলেন।
[ আরও পড়ুন: ‘মাছি থেকে ছড়ায় করোনা ভাইরাস’, অমিতাভের দাবিকে নস্যাৎ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ]
২৯৭০ সালে নিউ জার্সিতে জন্ম হয় ইটালিয় অভিনেতা মার্ক ব্লুমের। ১৯৮৩ সালে হলিউড ছবি ‘লাভস্টিক’ দিয়ে অভিনয় শুরু তাঁর। এরপর ‘সেন্ট এলসহোয়্যার’, ‘ডেসপারেটলি সিকিন সুসান’ ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেন। সম্প্রতি নেটফ্লিক্সের সিরিজ ‘ইউ’য়ে অভিনয় করছিলেন তিনি। কিছুদিন আগে আচমকা অসুস্থ হয়ে পড়েন মার্ক। তাঁর শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া যায়। তড়িঘড়ি তাঁকে ভরতি করা হয় হাসপাতালে। বুধবার তাঁর মৃত্যু হয়। হলিউডে তিনিই প্রথম অভিনেতা করোনায় আক্রান্ত হয়ে যাঁর মৃত্যু হল।
[ আরও পড়ুন: অভিনব উদ্যোগ, হোম কোয়ারেন্টাইনে থাকা বয়স্কদের জন্য খাদ্যসংস্থানের ব্যবস্থা দিয়া মির্জার ]
The post করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলিউড অভিনেতা, সিনেদুনিয়ায় শোকের ছায়া appeared first on Sangbad Pratidin.
