বাবুল হক, মালদহ: রাজ্যে আছড়ে পড়েছে করোনা ভাইরাসের (Coronavirus) তৃতীয় ঢেউ। হু হু করে বাড়ছে সংক্রমণ। তাতে সমাজের প্রথম সারির যোদ্ধারাই বেশি আক্রান্ত হচ্ছেন। এবার মালদহের জেলাশাসক (DM, Maldah) রাজর্ষি মিত্র কোভিড পজিটিভ হওয়ার খবর মিলল। সূত্রের খবর, করোনা আক্রান্ত এক অতিরিক্ত জেলাশাসকও (ADM)। যার জেরে একেবারে শেষমুহূর্তে বাতিল হয়ে গেল মালদহের বইমেলা। সোমবার সকালে জেলাশাসক নিজে বইমেলা স্থগিতের ঘোষণা করেন।
সূত্রের খবর, গত কয়েকদিন ধরে সামান্য অসুস্থ বোধ করছিলেন মালদহের জেলাশাসক রাজর্ষি মিত্র। তিনি মালদহ মেডিক্যাল কলেজে করোনা পরীক্ষা করান। সোমবার রিপোর্ট আসে। তাতে দেখা যায়, তিনি করোনা পজিটিভ। জানা গিয়েছে, মালদহের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) বৈভব চৌধুরীও করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। এরপরই নিজের বাংলোয় আইসোলেশনে চলে যান তিনি। পাশাপাশি জেলাশাসক বইমেলা স্থগিত করে দেন।
[আরও পড়ুন: কোভিড সংক্রমণ রুখতে পদক্ষেপ, ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ বেলুড় মঠ]
সোমবার থেকেই মালদহ টাউনের বিএসএফ সংলগ্ন মাঠে জেলা বইমেলা শুরু হওয়ার কথা ছিল। উদ্বোধন করার কথা ছিল সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। তিনি ইতিমধ্যে মালদহে চলেও গিয়েছেন। ১৩০ টি প্রকাশনা সংস্থা নিজেদের বইয়ের সম্ভার নিয়েও হাজির। কিন্তু করোনার থাবায় সবই বাতিল হওয়ায় কার্যত মাথায় হাত পড়েছে আয়োজক, অংশগ্রহণকারীদের।
এদিকে, পুলিশ মহলেও বাড়ছে কোভিড সংক্রমণ। এবার সংক্রমিত কলকাতা পুলিশের ডিসি, সাউথ (DC, South) আকাশ মেঘারিয়া। তিনি আইসোলেশনে রয়েছেন বলে খবর। এদিনই আবার সুইডেন (Sweeden)থেকে ফেরা ২ ব্যক্তির শরীরের করোনা ধরা পড়েছে। দমদম বিমানবন্দরে অবতরণের পর যাত্রীদের করোনা পরীক্ষায় তাঁদের পজিটিভ রিপোর্ট আসে। আবার স্বাস্থ্যমহলের কোভিডের তৃতীয় ঢেউয়ের থাবা। এনআরএস হাসপাতালের নার্স ও চিকিৎসক-সহ ৭০ জনের বেশি আক্রান্ত। চিত্তরঞ্জন সেবা সদনের বেশ কয়েকজনের শরীরে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। ফলে সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।