shono
Advertisement

টুইটে যাত্রীর অভিযোগ, চলন্ত ট্রেনেই বরখাস্ত দুর্নীতিগ্রস্ত টিটিই

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিষেবা দুর্নীতিমুক্ত করতে নজিরবিহীন পদক্ষেপ রেলের৷ এক যাত্রীর টুইটে করা অভিযোগের ভিত্তিতে এবার চলন্ত ট্রেনেই বরখাস্ত করা হল এক টিটিইকে৷ বারমের-কালকা এক্সপ্রেসের যাত্রী ছিলেন গেবিন্দ নারায়ণ৷ শনিবার বিকানির যাওয়ার পথে তিনি দেখেন, শ্যামপাল নামে এক টিটিই সকলের থেকে টাকা নিচ্ছেন৷ সিট নির্দিষ্ট করে দেওয়ার জন্যই টাকা নিলেও কাউকে কিন্তু রসিদ দিচ্ছিলেন না৷ […] The post টুইটে যাত্রীর অভিযোগ, চলন্ত ট্রেনেই বরখাস্ত দুর্নীতিগ্রস্ত টিটিই appeared first on Sangbad Pratidin.
Posted: 09:30 PM Sep 12, 2016Updated: 04:00 PM Sep 12, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিষেবা দুর্নীতিমুক্ত করতে নজিরবিহীন পদক্ষেপ রেলের৷ এক যাত্রীর টুইটে করা অভিযোগের ভিত্তিতে এবার চলন্ত ট্রেনেই বরখাস্ত করা হল এক টিটিইকে৷

Advertisement

বারমের-কালকা এক্সপ্রেসের যাত্রী ছিলেন গেবিন্দ নারায়ণ৷ শনিবার বিকানির যাওয়ার পথে তিনি দেখেন, শ্যামপাল নামে এক টিটিই সকলের থেকে টাকা নিচ্ছেন৷ সিট নির্দিষ্ট করে দেওয়ার জন্যই টাকা নিলেও কাউকে কিন্তু রসিদ দিচ্ছিলেন না৷ কেউ কিছু জানতে না চেয়ে নির্বিবাদে টাকা দিয়েও দিচ্ছিলেন৷ কিন্তু প্রশ্ন তোলেন, গোবিন্দ৷ অভিযুক্ত টিটিই-র থেকে রসিদও চেয়েছিলেন তিনি৷ তাঁকে বলা হয়, রসিদ পরে দেওয়া হবে৷ যোধপুরের কাছাকাছি এসে যখন দেখলেন তা পাওয়ার কোনও সম্ভাবনা নেই তখনই যোধপুরের ডিভিশনাল ম্যানেজার থেকে শুরু করে রেলমন্ত্রী, এমনকী প্রধানমন্ত্রীকেও পুরো ঘটনা ও টিটিই-র নাম উল্লেখ করে টুইট করেন গোবিন্দ৷ নিজের নম্বর দিয়ে তিনি জানান প্রয়োজনে তিনি বিশদে ঘটনা জানাতে পারেন৷ কিছুক্ষণ পরেই নর্থ-ওয়েস্টার্ন রেলের জেনারেল ম্যানেজারের তরফে জবাবী টুইটে জানিয়ে দেওয়া হয়, ওই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে৷ প্রায় সঙ্গে সঙ্গে রেলের তরফে যোগাযোগ করা হয় গোবিন্দের সঙ্গে৷ পুরো ঘটনা জানার পর চিহ্নিত করা হয় অভিযুক্ত টিটিইকে৷ তারপর রেকর্ডবুক দেখে তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয় এবং তাঁকে বরখাস্ত করা হয়৷

রেল পরিষেবাকে দুর্নীতির হাত থেকে বাঁচাতে ভারতীয় রেল যে কতটা কঠোর এই ঘটনা তারই প্রমাণ দিল৷ সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে রেলের কোনও দুর্নীতির বিরুদ্ধে যে এভাবেই মুখ খুলতে পারেন সাধারণ যাত্রীরা, এ ঘটনা যেন তারও দৃষ্টান্ত হয়ে থাকল৷

 

The post টুইটে যাত্রীর অভিযোগ, চলন্ত ট্রেনেই বরখাস্ত দুর্নীতিগ্রস্ত টিটিই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement