সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র বছর খানেকের অপেক্ষা৷ সুখবর আসল বলে! আসতে চলেছে পরম৷ না টলিউডের হার্টথ্রব পরমব্রত চট্টোপাধ্যায়ের কথা বলছি না৷ নেমসেক হলেও এটি আসলে ভারতের প্রথম সুপার কম্পিউটার ‘পরম’৷ নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প ‘মেক ইন ইন্ডিয়া’-র তত্ত্বাবধানে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই সুপার কম্পিউটারটি বানানো হবে৷
কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞানমন্ত্রকের সচিব আশুতোষ শর্মা জানিয়েছেন, এখনই নয় ২০১৭ সালে পাওয়া যাবে ‘পরম’ নামের এই সুপার কম্পিউটার৷ দ্য সেন্টার ফর অ্যাডভান্সড কম্পিউটিংয়ের বিজ্ঞানীরা এই সুপার কম্পিউটার তৈরি করছেন৷ জলবায়ুর পর্যালোচনা, আবহাওয়ার পূর্বাভাস এবং নিত্য নতুন ওষুধ তৈরিতে কাজে লাগানো হবে সুপার কম্পিউটারের তথ্য৷ ২০১৫ সালে ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশনের এই প্রকল্পটি অনুমোদন করে মোদি সরকার৷ এই প্রকল্প অনুযায়ী, ২০২২ সালের মধ্যে ৮০টি সুপার কম্পিউটার তৈরি করা হবে৷ ২০১৭ সালের আগস্ট মাসে আসবে প্রথম কম্পিউটারটি৷
The post আসতে চলেছে ভারতের প্রথম সুপার কম্পিউটার ‘পরম’! appeared first on Sangbad Pratidin.